মার্কিন বাস্কেটবল
১৯ ফেব্রুয়ারি ২০১২নিউ ইয়র্ক নিক্স'দের জেরেমি লিন'এর বাবা-মা তাইওয়ান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন সত্তরের দশকে৷ লিন নিজে হার্ভার্ডে পড়েছেন৷ বাস্কেটবল খেলোয়াড় হিসেবে দৈহিক উচ্চতা তার বেশি নয়: ৬ ফুট ৩ ইঞ্চি৷ কিন্তু লিন সম্প্রতি নিক্সদের হয়ে যে খেলা দেখিয়েছেন এবং যেভাবে পয়েন্ট সংগ্রহ করেছেন, তাতে অ্যামেরিকান বাস্কেটবলে একটা নতুন শব্দ যোগ হয়েছে: লিনস্যানিটি, অর্থাৎ লিনকে নিয়ে পাগল৷
কিন্তু দৈত্যাকার চীনা খেলোয়াড় ইয়াও মিং অবসর নিতে না নিতে আবার একজন চীনা, অন্তত চীনা বংশোদ্ভূত খেলোয়াড় এনবিএ মাত করবে, এ'তে সকলে দৃশ্যত সন্তুষ্ট নয়৷ নয়তো অ্যামেরিকান স্পোর্টস চ্যানেল ইএসপিএন তাদের একটি অনলাইন কাহিনিতে খামোখাই ‘‘চিংক ইন দ্য আর্মর'' শীর্ষক দিতো না৷ কেননা ‘চিংক' শব্দটাতেই চীনা জাতি এবং চীনা বংশোদ্ভূতদের প্রতি একটি জাতিবৈষম্যসূচক গভীর অবজ্ঞা লুকিয়ে রয়েছে৷ ইএসপিএন বলছে, অনলাইন লেখাটি মাত্র ৩৫ মিনিটের জন্য দেখা গেছিল, প্রতিষ্ঠানের অভ্যন্তরেও প্রক্রিয়া পরিবর্তনের, এমনকি শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ কিন্তু ক্ষতি যা হবার তা ততোক্ষণে হয়ে গিয়েছে৷
কৃষ্ণাঙ্গ বক্সার ফ্লয়েড মেরিওয়েদার কিন্তু বলেছেন, জেরেমি লিন ভালো খেলোয়াড় হতে পারে, কিন্তু এশীয় বলেই তাকে এতো বেশি ‘হাইপ', অর্থাৎ প্রচারণা দেওয়া হচ্ছে৷ ইয়াও মিং'এর ক্ষেত্রে এর আগে যা ঘটেছিল৷ মার্কিন মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে ‘পলিটিকাল করেক্টনেস', বা রাজনৈতিকভাবে ভেবেচিন্তে কথা বলার একটা সংস্কৃতি আছে বটে, কিন্তু এনবিএ যেন তার বাইরে৷
বলতে কি, গল্ফ'এ টাইগার উডস'এর উত্থানের সময়েও তাই ঘটেছিল৷ এছাড়া অধিকাংশ মার্কিনিরা ভালো খেলা দেখতে পারলেই খুশি৷ তারা অতো জাত-পাত নিয়ে মাথা ঘামায় না, বলে বিশেষজ্ঞদের মত৷ ২৩ বছর বয়সী লিন নিজেও নয়, তা তাইওয়ানিরা তাকে নিয়ে যতোই মাতুক না কেন, ইয়াও মিং'কে নিয়ে চীনের মানুষ যেমন পাগল হয়েছিল৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম