সাই-এর ক্ষমা প্রার্থনা
৮ ডিসেম্বর ২০১২দক্ষিণ কোরিয়ার ব়্যাপার পার্ক জায়ে সাং, যাকে এখন গোটা বিশ্ব চেনে সাই নামে৷ তাঁর গাংনাম নাচ এখন ইউটিউবে ঝড় তুলেছে৷ দেশে বিদেশে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে৷ তাই এই গাংনাম তারকাকে ডাকা হয়েছে ওয়াশিংটনের কনসার্টে৷ সেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ কিন্তু এই ক্রিসমাস ইন ওয়াশিংটন কনসার্টের আগেই শুরু হয়ে গেছে সাই-কে নিয়ে বিতর্ক৷
২০০২ সালে দক্ষিণ কোরিয়াতে মার্কিন সেনাদের এক যানের আঘাতে দুই কোরীয় কিশোরী প্রাণ হারায়৷ এরপর এক কনসার্টে মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে এক প্রতীকী মার্কিন ট্যাংক ধ্বংস করেন সাই৷ এর দুই বছর পর ইরাকে এক কোরীয় মিশনারীকে হত্যা করা হলে ইরাক যুদ্ধের বিরুদ্ধে গান গেয়েছিলেন সাই৷ তাঁর সেই গানে ছিলো মার্কিন সেনাদের হত্যা করার আহ্বান৷ মূলত ইরাক যুদ্ধের বিরুদ্ধেই তিনি অবস্থান নেন৷
তাঁর সেইসব মার্কিন বিরোধী কীর্তি এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে৷ তবে সাই এইজন্য দুঃখ প্রকাশ করে বলেছেন সেগুলো ছিলো গভীর আবেগের বহিঃপ্রকাশ৷ গানের কথায় মাত্রা ছাড়ানো ভাষা ব্যবহারের জন্যও ক্ষমা চেয়েছেন তিনি৷ রোববারের কনসার্টের আগে তাঁর এই ক্ষমা প্রার্থনা হয়তো মার্কিন প্রেসিডেন্টের সামনে তাঁর উপস্থিতি কিছুটা যৌক্তিক করে তুলবে৷
আরআই/এএইচ (এএফপি, ডিপিএ)