1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশর ইসরায়েলের দুঃখপ্রকাশে সন্তুষ্ট নয়

২১ আগস্ট ২০১১

রবিবার মিশরীয় মন্ত্রিসভা এই মর্মে একটি বিবৃতি দিয়েছে৷ বলেছে, ইসরায়েলের মন্তব্য আশাজনক হলেও, ঘটনার গুরুত্ব এবং মিশরীয়দের রোষের তুলনায় পর্যাপ্ত নয়৷

https://p.dw.com/p/12Kun
কায়রোয় পুড়ছে ইসরায়েলের পতাকাছবি: picture alliance/dpa

আধা-সরকারি আল-আহরাম পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এ'খবর দিয়েছে৷ গত শুক্রবার মিশর-ইসরায়েল সীমান্তে পাঁচজন মিশরীয় সীমান্তরক্ষীর মৃত্যু উভয় দেশের সম্পর্কে ১৯৭৯ সালের শান্তি চুক্তি যাবৎ তীব্রতম সংকটের সৃষ্টি করেছে৷ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক শনিবার শুক্রবারের ঘটনার জন্য ‘‘দুঃখপ্রকাশ'' করেন এবং বলেন, মিশরীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ঘটনার তদন্ত করা হবে৷ এর আগে মিশর হুমকি দিয়েছিল যে, ইসরায়েল সীমান্তরক্ষীদের মৃত্যুর জন্য ক্ষমাপ্রার্থনা না করলে মিশরের রাষ্ট্রদূতকে তেল আভিভ থেকে ফেরৎ নেওয়া হবে৷

কায়রো সরকার যৌথ তদন্তের প্রস্তাবটিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন৷ তবে সে তদন্ত সমাপ্তির একটি ‘ডেডলাইন' বা চূড়ান্ত তারিখও দাবি করেছেন৷ কায়রো সরকারের আপোষের মনোভাব এক কথা, আর সাধারণ মিশরীয়দের রোষ আরেক কথা৷ শুক্রবার যাবৎ কায়রোয় ইসরায়েলি দূতাবাসের সামনে হাজার মানুষের প্রতিবাদ চলেছে৷ রবিবার সকালে এক অসমসাহসী সেই বহুতল বাড়িটিতে চড়ে, অর্থাৎ ১৭ তলা অতিক্রম করে ইসরায়েলের পতাকাটি নামিয়ে আনে৷ জনতা তাকে হর্ষধ্বনি দেয়, পথে গাড়িচালকরা হর্ন বাজিয়ে তাকে অভিনন্দন জানায়, কেননা সমবেত জনতা মিলিটারিকে পুলিশকে ব্যাহত করে তাকে গ্রেপ্তার হতে দেয়নি৷ অনলাইন, টুইটারের কল্যাণে তার তাৎক্ষণিক হিরো হয়ে উঠতেও বেশি সময় লাগেনি৷

NO FLASH Ägypten Kairo Soldat Protest
কায়রোর ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভছবি: picture-alliance/dpa

জনতার রোষ এক কথা, আর রাজনীতি আরেক কথা৷ ইসরায়েলি সেনাবাহিনী সিনাই উপদ্বীপে প্রায় এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে ইসলামি জঙ্গিদের উৎখাত করার চেষ্টা করছে৷ সেই পরিস্থিতিতে ইসরায়েল সিনাই উপদ্বীপের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, ইসরায়েলের এ'অভিযোগ সম্ভবত কায়রোয় আরো বেশি ক্ষোভের সৃষ্টি করেছে৷ রবিবার ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজ মন্তব্য করেছেন: ইসরায়েল এবং মিশর, উভয় দেশেরই স্বার্থ যে, সিনাই পুনরায় একটি শান্তির উপদ্বীপ হয়ে উঠুক৷ এ মন্তব্য কায়রোয় বিশেষ প্রীতির কারণ ঘটাবে না৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য