‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ এর বিয়ে
সম্পর্কটি অনেক দিনের৷ এর মধ্যে সন্তানও হয়েছে তাঁদের৷ কিন্তু আজ হচ্ছে কাল হচ্ছে বলে বিয়ের দিনটি কেবলই পিছিয়ে দিচ্ছিলেন তাঁরা৷ অবশেষে বিয়ে করলেন হলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট৷
প্রেমের দেশে বিয়ে
ফ্রান্সের রাজধানী প্যারিসকে বলা হয় প্রেমের নগরী৷ এ কারণেই হয়ত বিয়ের জন্য ফ্রান্সকেই বেছে নিলেন হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি৷ খুবই গোপনে বিয়ের কাজটি সারলেন ‘ব্র্যাঞ্জেলিনা’৷ গেল শনিবার ফ্রান্সে এ জনপ্রিয় জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তাঁদের এক মুখপাত্র৷
ঘরোয়া অনুষ্ঠান
আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে খুবই ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ বিয়ে৷ খ্রিস্টান ধর্মীয় রীতিতে হওয়া এই বিয়েতে কনে জোলিকে বরের কাছে নিয়ে যান তাঁদের বড় দুই ছেলে প্যাক্স ও ম্যাডক্স৷ দুই মেয়ে জাহারা আর ভিভিয়েন কনের সামনে ফুল ছড়িয়ে দেয়৷ আর অন্য দুই সন্তান শিলো ও নক্স আংটি বহনের কাজটি করে৷
জল্পনাকল্পনার অবসান
৫০ বছর বয়েসি ব্রাড পিট ও ৩৯ বছর বয়েসি অ্যাঞ্জেলিনা জোলি দীর্ঘ দিন ধরেই একসঙ্গে থাকেন৷ বিভিন্ন সময় তাঁদের বিয়ের কথা শোনা গেছে৷ এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন তাঁরা৷
ফ্রান্সের সেই গ্রাম
ফ্রান্সের চাতিউ মিরাভাল গ্রামে একদম ঘরোয়া পরিসরে বিয়ের অনুষ্ঠান হয়েছে৷ ২০০৮ সালে সেখানে ১,০০০ একর জমি কিনে বাড়ি করেছেন তাঁরা৷ এরপর থেকে প্রায়ই তাঁরা সেখানে অবসর সময় কাটান৷
বাস্তবের ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন দুই তারকা৷ এরপর থেকে তাঁরা একসঙ্গেই থাকতেন৷ অস্কারজয়ী তারকা অ্যাঞ্জেলিনা জোলির এটি তৃতীয় বিয়ে৷ আর ব্রাড পিটের দ্বিতীয়৷
আবারো একসঙ্গে পর্দায়
বর্তমানে ‘বাই দ্য সি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন ব্রাড পিট ও জোলি৷ আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে৷
আনুষ্ঠানিক কাজ
ফ্রান্সে বিয়ের আগে ক্যালিফোর্নিয়ার এক বিচারকের কাছ থেকে বিয়ের নিবন্ধন করে নেন এই জুটি৷ ওই বিচারকই বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন৷
আগের সংসার
পিট এর আগে ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সংসার করেছেন৷ আর জোলি সংসার করেছেন জনি লি মিলার এবং বিলি বব থর্নটনের সঙ্গে৷