যুক্তরাষ্ট্রে ট্রেনে দুর্বৃত্তের আগুনে নারীর মৃত্যু
২৩ ডিসেম্বর ২০২৪এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ পুলিশের দাবি, আটক ব্যক্তি নিহত নারীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন৷
পুলিশ জানায়, ব্রুকলিনের কোনি আইসল্যান্ড-স্টিলওয়েল অ্যাভেনিউ স্টেশনে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে দাঁড়িয়ে থাকা এফ নাম্বার ট্রেনে বসেছিলেন ওই নারী৷ এসময় তিনি ঘুমিয়েছিলেন বলে ধারণা করা হয়৷ সেসময় অপিরিচিতত এক ব্যক্তি ট্রেনটিতে উঠে নীরবে একটি লাইটার দিয়ে ওই নারীর পোশাকে আগুন ধরিয়ে দেন৷ আগুন ধরিয়ে দেওয়ার আগে তাদের দুজনের মধ্যে কোনো কথোপকথন হয়নি৷ তারা পরস্পরের পরিচিত নয় বলেও ধারণা পুলিশের৷
ঘটনার পর আগুন নেভাতে পুলিশ ট্রেনটিতে উঠলে ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে যান৷ আগুন নিভিয়ে জরুরি সহায়তাকারী দলকে খবর দিলে তারা এসে ওই নারীকে মৃত ঘোষণা করেন৷
আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ৷ তবে পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং কেন এমন হামলা করা হয়েছিল তার কারণ বের করার চেষ্টা করছেন তারা৷
আরআর/এসিবি (রয়টার্স)