1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে প্রসঙ্গে আসিফ নজরুল

২৬ ডিসেম্বর ২০১৩

হুমায়ূনকন্যা শীলা আহমেদের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার বিয়ে নিয়ে যেটুকু নিউজ ছাপা হয়েছে, সেটুকুই৷ এ ব্যাপারে আর কোনো কথা বলার ইচ্ছা নেই৷’’

https://p.dw.com/p/1Ah2o
Asif Nazrul Screenshot Hochzeit facebook
ফেসবুকে প্রকাশিত শীলা আহমেদ ও আসিফ নজরুলের ছবিছবি: facebook.com

আসিফ এবং শীলার বিয়ে নিয়ে বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কার্যত ঝড় বয়ে যাচ্ছে৷ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ছাপিয়ে এই বিষয়টি নিয়ে ইন্টারনেটে আলোচনা হচ্ছে বেশি৷ দৈনিক প্রথম আলো এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পঠিত প্রতিবেদনের বিষয় এই বিয়ে৷

প্রসঙ্গত, বাংলা ব্লগে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয়গুলো নিয়ে ডয়চে ভেলে নিয়মিত ‘ব্লগওয়াচ' প্রকাশ করে৷ সেই প্রকাশনার অংশ হিসেবেই বিষয়টি নিশ্চিত হতে আসিফ নজরুলকে ফোন করে বিয়ের কথা জানতে চাওয়া হয়৷

বাংলা ব্লগে এই বিয়ে নিয়ে মন্তব্য করেছেন অনেকে৷ আমারব্লগে আবু শাকিল লিখেছেন, ‘‘আজকের (২৫.১২.১৩) অনেকগুলা অনলাইন পত্রিকা অধ্যাপক আসিফ নজরুল আর হুমায়ূনকন্যা শীলা আহমেদ-এর বিয়ের নিউজ ছেপেছে৷ কিন্তু আপশোসের বিষয় কয়েকটি পত্রিকা পড়ে দেখলাম কোনো পত্রিকাতেই শীলা আহমেদ কিংবা আসিফ নজরুল তাদের বিয়ে সম্পর্কে নিজেরা কোনো কিছু বলেন নাই৷ এখন পর্যন্ত যা দেখলাম তা সব গুলাই ফেসবুক থেকে পাওয়া তথ্য৷''

একই ব্লগ সাইটে নাজমুল নাইম লিখেছেন, ‘‘নিজের সুখের জন্য, নিজের ভালোবাসার স্বীকৃতির জন্য সমাজ ও প্রচলিত নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস সকল মানুষের হয় না!!''

এই ব্লগার লিখেছেন, ‘‘জীবন একটাই; সুতরাং পরিবার, সমাজ আর চারপাশের দিকে তাকিয়ে নিজের সুখের জলাঞ্জলি দেয়াটাই নিয়ম নয় – এই কথাটা আর একবার প্রমাণ করার জন্য, সমাজের ভন্ড নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহসের জন্য শীলা আহমেদ এবং আসিফ নজরুলের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা৷''

ফেসবুকে প্রকাশিত একটি ছবিকে ঘিরে আসিফ ও শীলার বিয়ে নিয়ে সর্বশেষ আলোচনার শুরু হয় ৷ ছবিটি গত ২৪ ঘণ্টায় ফেসবুকে অসংখ্যবার শেয়ার হয়েছে৷ বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোও এটি প্রকাশ করেছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন ফেসবুকে লিখেছেন, ‘‘পুরা ফেসবুকে প্রধান একটাই আলোচনা/সমালোচনা, কে কত আগে হাড়িঁর খবর জানেন তা জানানোর প্রতিযোগিতা, শুধু এই নিয়ে যে - দু'জন প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে করেছেন৷''

তিনি লিখেছেন, ‘‘যদ্দুর বুঝতে পারলাম, আইন মোতাবেক এবং পারস্পরিক সম্মতিতে এই বিয়ে৷ এই বিয়েতে কারো অধিকার ক্ষুন্ন হয়েছে বলেও তো মনে হচ্ছে না৷ বুঝতে পারছি না, অন্যদের তাতে ঠিক কী সমস্যা?''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য