রক-পপ সংগীত
১২ জুলাই ২০১২১৯৮৫ সালে নিজের প্রথম অ্যালবাম ‘সুজান ভেগা'-র মধ্য দিয়ে আন্তর্জাতিক সংগীতের অঙ্গনে কবি, গীতিকার, সুরকার, গিটার বাদক ও গায়িকা সুজান ভেগা'র সফল আত্মপ্রকাশ৷ এই অ্যালবামের ‘মার্লেনে অন দ্য ওয়াল' অ্যামেরিকার হিট গানের তালিকায় সেরা ১০টি গানের একটি হিসেবে স্থান অধিকার করে৷
১৯৮৭সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘সলিচিউড স্ট্যান্ডিং' তাঁকে এনে দেয় বিশ্ব খ্যাতি৷ এই অ্যালবামের একাধিক হিট গানের মধ্য দিয়ে তিনি জয় করেন অসংখ্য সংগীত বোদ্ধা ও অনুরাগীর হৃদয়৷ স্বীকৃতি ছাড়াও পান অসাধারণ বাণিজ্যিক সাফল্য৷
সুজান ভেগা'র জন্ম ১৯৫৯ সালে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা শহরে৷ খুব ছোটবেলায় পরিবারের সাথে চলে আসেন নিউ ইয়র্কে৷ ৯ বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন তিনি৷ আর মাত্র ১৪ বছর বয়সে তাঁর প্রথম সংগীত রচনা করেন ভেগা৷ ১৯৭৭ সালে নিউ ইয়র্কের ‘হাই স্কুল অফ পারফর্মিং আর্টস' থেকে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন৷ এ সময় নিউ ইয়র্কের শিল্পী এলাকা ‘গ্রিনউইস ভিলেজ'-এর গীতিকার গোষ্ঠীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন তিনি এবং বিভিন্ন অ্যালবামে তাঁর বেশ কিছু সংগীত প্রকাশিতও হয়৷ ১৯৮৪ সালে একটি রেকর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন ভেগা৷ আর সেই থেকেই শুরু হয় সংগীত জগতে তাঁর সফল অগ্রযাত্রা৷
পপ ও রকের সঙ্গে তাঁর গানে মিশেছে লোক সংগীতের প্রভাব৷ সমাজ সম্পৃক্ত, স্বতন্ত্র এক চিন্তা ও অনুভূতির প্রতিফলন ঘটেছে তাঁর সংগীতে৷ নাটক, মিউজিক্যাল ও বেশ কিছু ছায়াছবির জন্যও সংগীত রচনা করেছেন তিনি৷ ১৯৯৯ সালে তাঁর রচিত ‘দ্য পেসোনেট আই' গ্রন্থ প্রকাশিত হয়৷ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে রয়েছে তাঁর পদচারণা৷ একাধিক গ্র্যামিসহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন সুজান ভেগা৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: দেবারতি গুহ