1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির ‘অপসারণ’যেভাবে সম্ভব

২২ অক্টোবর ২০২৪

বাংলাদেশে এখন যে সাংবিধানিক কাঠামো, তাতে এই সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বা তাকে অভিসংশনের কোনো সুযোগ নেই৷ সংসদ না থাকা, স্পিকারের পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এই সাংবিধানিক সংকট তৈরি হয়েছে৷

https://p.dw.com/p/4m6W4
Bangladesch Dhaka | Vereidigung Muhammad Yunus als Premierminister
শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে (ডানে) শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বাঁয়ে)৷ ফাইল ফটো৷ ছবি: MUNIR UZ ZAMAN/AFP

শেখ হাসিনা দেশ ছাড়ার প্রায় তিন মাস পর বাংলাদেশের একটি পত্রিকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার লিখিত পদত্যাগপত্র না পাওয়ার কথা বললে আইন উপদেষ্টা  ড. আসিফ নজরুল সোমবার রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ করেন৷ অন্তর্বর্তী সরকারের সমর্থক ছাত্ররা এরই মধ্যে রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের দোসর' বলে তার পদত্যাগ দাবি করেছে৷ এই দাবিতে মঙ্গলবার বিকালে তারা শহীদ মিনারে সমাবেশ ও বঙ্গভবন ঘেরাওয়ের চেষ্টা করে৷ তারা রাষ্ট্রপতিকে পদ ছাড়তে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে৷ এর মধ্যে পদত্যাগ না করলে তারা বঙ্গভবন ঘেরাওসহ আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে৷

শেখ হাসিনা সরকারের সময়ে গত বছরের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মো. সাহাবুদ্দিন৷ ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি জতীয় সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং এবং অন্যান্য উপদেষ্টাকে শপথ পড়ান৷ তবে শেখ হাসিনা লিখিতভাবে পদত্যাগ করে দেশ ছেড়েছেন কিনা এই বিতর্ক ছিল৷

সম্প্রতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুররীকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই৷ রাষ্ট্রপতি বলেন, ‘‘বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি৷ তিনি হয়ত সময় পাননি৷’’

আমার মনে হয়নি তার (রাষ্ট্রপতির) মধ্যে কোনো দূরভিসন্ধি আছে: মতিউর রহমান চৌধুরী

সোমবার রাষ্ট্রপতির এই কথা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে৷ তবে সোমবার রাতে বঙ্গভবন থেকে দেয়া এক ব্যাখ্যায় বলা হয়, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা৷

সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়৷ এতদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলেই ধারণা করা হয়েছে৷ ৫ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানও জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন৷ তাই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই৷

শেখ হাসিনার পদত্যাগ বিতর্ক ও রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ:

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমেই পদত্যাগ করেছেন৷ তিনি তার কাজের মাধ্যমেই প্রমাণ করেছেন যে তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন৷ ফলে তিনি পদত্যাগ করেছেন কি করেন নাই সেই বিতর্ক খুবই অপ্রাসঙ্গিক৷’’

‘‘তবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগে জটিলতা আছে৷ কারণ, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা তাকে নিয়োগ দিয়েছেন৷ এখন তার নিয়োগকারী সংসদই তো নাই৷ এখন তিনি তার পদত্যাগপত্র কোথায় পাঠাবেন? তার পদত্যাগপত্র গ্রহণ করার কোনো কর্তৃপক্ষ নাই৷ আবার অন্তর্বর্তী সরকার, যাদের তিনি নিয়োগ দিয়েছেন, তারা কীভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করবেন,’’ বলেন তিনি৷

তার কথা, ‘‘তবে এখন তিনি পদত্যাগ করবেন কি করবেন না এটা রাজনৈতিক প্রশ্ন৷ যেহেতু সংবিধানে সুযোগ নাই৷ তাই রাজনৈকি দলসহ সবার ঐক্যমতের ভিত্তিতে এটা হতে পারে৷ পরের সংসদ এসে এর বৈধতা দেবে৷’’

সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘‘এখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই৷ ফলে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবেন৷ এখানে একটা শূণ্যতা আছে৷ এইক্ষেত্রে একমাত্র পথ হলো ডকট্রিন অব নেসেসিটি৷ নেসেটিটি এটাকে লিগ্যাল করে৷ তত্ত্বাবধায়ক সরকারের মামলার যে রায় আছে সেখানে এই কথাই বলা হয়েছে৷ আর তাকে অভিসংশনের কোনো সুযোগ নাই৷ যেহেতু পার্লামেন্ট নাই৷ পার্লামেন্ট ছাড়া তো আর অভিসংশন হবে না৷’’

Jotirmoy Borua - MP3-Stereo

শেখ হাসিনার পদত্যাগ বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘‘এটা নিয়ে আসলে বিতর্কের কোনো অবকাশ নেই৷ সুপ্রিম কোর্টের রেফারেন্সে তার পদত্যাগের কথা বলা হয়েছে৷ রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন৷ আবার সোমবার বঙ্গভবন একটি প্রেসনোট দিয়েছে৷’’

তবে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, ‘‘যেহেতু সংবিধান বহাল আছে তাই সংসদ ছাড়া তার পদত্যাগ অথবা অভিসংশন সম্ভব নয়৷ স্পিকার পদত্যাগ করেছেন৷ ডেপুটি স্পিকার কারাগারে৷ সংসদ নাই৷ তাকে যদি অন্যকোনো প্রক্রিয়ায় সরানো হয় তাহলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে৷’’

‘‘আমার মতে এরইমধ্যে এক ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে৷ কারণ যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে৷ রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে৷ তারা সাংবিধানিক নয়৷ সংবিধানে এধরনের সরকার নাই৷ আর শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে থাকেন তিনি যদি চলে গিয়ে থাকেন তাহলে সংবিধান অনুযায়ী কারা দায়িত্ব নেবেন তা কিন্তু সংবিধানে আছে৷ তা অনুসরণ করা হয়নি৷’’

মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার মনে হয়নি রাষ্ট্রপতি আমাকে কোনো উদ্দেশ্য থেকে শেখ হাসিনার পদত্যাগ পত্র না পাওয়ার কথা বলেছেন৷ তিনি যা সত্য তা বলেছেন৷ তার মনের কথা তো আর আমি জানি না৷ তবে আমার মনে হয়নি তার মধ্যে কোনো দূরভিসন্ধি আছে৷ আমার কাছে মনে হয়েছে উনি সহজ সরল৷’’

‘‘আমি চেষ্টা করছিলাম শেখ হাসিনা পদত্যাগ পত্রে কী লিখেছেন তা জানতে৷ আমার সঙ্গে রাষ্ট্রপতির ব্যক্তিগত সম্পর্কের কারণেই তিনি আমাকে  পদত্যাগপত্র তার কাছে না থাকার কথা বলেছেন,'' জানান মতিউর রহমান চৌধুরী৷

রজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া

বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগের দাবী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ বিতর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি৷ দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘‘এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বিএনপি পর্যবেক্ষণ করছে৷ এটি একটি স্পর্শকাতর বিষয়৷ আমাদের দলের নীতি নির্ধারকরা পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন৷’’

এখানে নানা মুখী ষড়যন্ত্র আছে: এমরান সালেহ প্রিন্স

‘‘এখানে নানা মুখী ষড়যন্ত্র আছে৷ চক্রান্ত আছে৷ পতিত স্বৈরাচারের দোসর, বিদেশি গোষ্ঠী এখনো সক্রিয়৷ তারা ছাত্র জনতার বিপ্লব, গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়৷ তাই আমাদের সতর্ক থাকতে হবে,'' বলেন তিনি৷

আর বাংলাদেশের কমিউনিউস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, ‘‘আসলে এখন শেখ হাসিনার পদত্যাগ এই বিষয়ে বিতর্কের কোনো প্রয়োজন নাই৷ রাষ্ট্রপতির পদত্যাগও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়৷ এখন যেটা দরকার তা হলো প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করা৷ এরপর দ্রুত নির্বাচনের দিকে যাওয়া৷ আসলে নানা ধরনের প্রশ্ন তুলে এই সরকারকে মূল কাজ থেকে দূরে সরানোর চেষ্টা আছে, থাকবে৷ সেই ফাঁদে পা দেয়া যাবে না৷ মূল কাজে মনোযোগ দিতে হবে৷’’

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘‘শেখ হাসিনার পদত্যাগ করা না করা এখন আর কোনো ইস্যু না৷ আর রাষ্ট্রপতি একজন সম্পাদককে যা বলেছেন তা নিয়ে বিতর্ক হয়েছিল৷ কিন্তু ওনার দপ্তর থেকে বিবৃতি দিয়ে তা আবার পরিস্কার করা হয়েছে৷ রষ্ট্রপতি যদি তার বক্তব্যে অটল থাকতেন তাহলে শপথ ভঙ্গ হতো৷’’

তার কথা, ‘‘তবে সবাই যদি মনে করেন, একমত হন তাহলে ডকট্রিন অব নেসেসিটির জায়গা থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া যেতে পারে৷ সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা  ও রাষ্ট্রপতি একই ব্যক্তি হতে পারেন৷ যেভাবে ওয়ান ইলেভেনের আগে অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান