1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিচার্জেবল ব্যাটারির কাঁচামালের উপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ

১৬ আগস্ট ২০২১

পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির প্রচলন বাড়াতে হলে প্রকৃতি থেকেই আরো কাঁচামাল প্রয়োজন হবে৷ সীমিত এই সম্পদের উপর নির্ভরতা কমাতে ইউরোপের মধ্যেই প্রয়োজনীয় উপাদানের সন্ধান চলছে৷

https://p.dw.com/p/3z2Wy
Hamburg Reitbrook Eon Hansewerk Elektrolyse
ছবি: Joerg Boethling/imago images

নর্গে মাইনিং কোম্পানির হয়ে একদল ভূতত্ত্ববিদ ইউরোপের উত্তরাঞ্চলে তথাকথিত ‘ক্রিটিক্যাল' কাঁচামালের সন্ধান করছেন৷ সবার আগে তাদের নমুনা সংগ্রহ করতে হবে৷ ইয়াসমিন টোরডেনরো তাঁদেরই একজন৷

কোম্পানির গবেষকদের শিবিরে প্রতি মাসে মাটি খুঁড়ে পাওয়া কয়েকশো নমুনা পরীক্ষা করা হয়৷ ভূতত্ত্ববিদ দলের সদস্য অলিভার বেলি বলেন, ‘‘এই নমুনার মধ্যে ধাতুর কিছু চিহ্ন দেখা যাচ্ছে৷ আমরা নির্দিষ্ট স্তরের খোঁজ করছি, যেখানে উচ্চ মানের ধাতু রয়েছে৷ অর্থাৎ যেখানে টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম ও ফসফরাসের অনুপাত বেশি৷''

সার শিল্পে ফসফেট অপরিহার্য এক কাঁচামাল৷ বিশাল আকারের রিচার্জেবল ব্যাটারি তৈরি করতে ভ্যানেডিয়ামের প্রয়োজন হয়৷ দুটিকেই ‘ক্রিটিকাল' বা জরুরি কাঁচামাল হিসেবে গণ্য করা হয়৷ লিথিয়াম, রেয়ার আর্থ বা গ্রাফাইটও সেই পর্যায়ের অন্তর্ভুক্ত৷ কিন্তু এই সংজ্ঞা ঠিক কোথা থেকে এলো? মাইনিং এক্সপ্লোরেশন কোম্পানির প্রতিষ্ঠাতা মিশায়েল ভ্যুর্মসার বলেন, ‘‘ক্রিটিকাল কাঁচামাল সংজ্ঞাটি আসলে ইউরোপ থেকে এসেছে৷ ইউরোপীয় ইউনিয়ন সেটি সৃষ্টি করেছে৷ কারণ ইউরোপসহ গোটা বিশ্ব আজ পর্যন্ত মূলত চীন থেকে সরবরাহের উপর নির্ভরশীল, যা প্রায় ৬২ শতাংশ৷''

চীন আজও ক্রিটিকাল কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে আধিপত্য বজায় রেখেছে৷ সে দেশ ৮০ শতাংশের বেশি রেয়ার আর্থ উৎপাদন করে এবং মাটির নীচে সবচেয়ে বড় ভাণ্ডারও সেখানেই রয়েছে৷ লিথিয়াম, কোবাল্ট, নিকেল ও তামার ক্ষেত্রেও চীন অন্যান্য দেশ থেকে সরবরাহ নিশ্চিত করে একচেটিয়া আধিপত্য গড়ে তুলেছে৷

পরিবেশবান্ধব কাঁচামালের সন্ধানে ইউরোপ

বৈশ্বিক উষ্ণায়ন বন্ধ করতে প্রয়োজনীয় বিকল্প জ্বালানীর প্রসার ঘটানোর ক্ষেত্রে এই সব কাঁচামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

অর্থাৎ আন্তর্জাতিক স্তরে জলবায়ু পরিবর্তন কমানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে চীনের কাঁচামালের উপর নির্ভর করতে হবে৷ যেমন লিথিয়ামের ক্ষেত্রেও চীন বিশ্বের বাজারে শীর্ষ স্থানে রয়েছে৷ ইলেকট্রিক গাড়ি ও রিচার্জেবল ব্যাটারির ক্ষেত্রে লিথিয়াম অপরিহার্য৷

ইলেকট্রিক গাড়ি, বায়ু ও সৌরবিদ্যুতের মতো নতুন প্রযুক্তির জন্য বিশাল পরিমাণ ক্রিটিকাল কাঁচামালের প্রয়োজন৷ বর্তমান হিসেব অনুযায়ী ২০৪০ সাল পর্যন্ত লিথিয়ামের চাহিদা প্রায় ৪২ গুণ বেড়ে যাবে৷

ক্রিটিক্যাল কাঁচামালের বিপুল চাহিদার তালিকায় তামাও স্থান পাচ্ছে৷ জেনারেটর ও ইলেকট্রিক গাড়ির জন্য তামার তার প্রয়োজন৷ চীন ঠিক সময়ে সেই চাহিদা টের পেয়েছিল৷ দেরিতে হলেও  ইউরোপ এবার নড়েচড়ে বসছে৷

বৈশ্বিক উষ্ণায়নের মোকাবিলা করতে ২০৪০ সাল পর্যন্ত ইইউ নির্গমনের মাত্রা ৬০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ তাই বার্লিন শহরে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ইইউ-র জন্য একই ছাদের নীচে কাঁচামাল সংগ্রহের কাজ চলছে৷ ইউরোপিয়ান র মেটিরিয়াল অ্যালায়েন্সের ব্যার্ন্ড শেফার বলেন, ‘‘ইউরোপিয়ান র মেটিরিয়াল অ্যালায়েন্সের একটাই দায়িত্ব রয়েছে৷ ইউরোপে কাঁচামাল, বিশেষ করে ক্রিটিকাল কাঁচামালের সরবরাহে কোনো রকম বিঘ্ন যাতে না ঘটে, তা নিশ্চিত করাই এর লক্ষ্য৷ সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান ভূমিকা হলো কাঁচামালের উৎস ও মিশ্রণ বাড়ানো এবং এমন সব কোম্পানি শনাক্ত করা, যাদের ঘাটতি কমানোর সদিচ্ছা ও ক্ষমতা রয়েছে৷''

ধাতুর সন্ধান থেকে শুরু করে খনি তৈরি করতে প্রায়ই ২০ বছর সময় লেগে যায়৷ নর্গে মাইনিং কোম্পানির দাবি, বিনিয়োগের জন্য যথেষ্ট অর্থ থাকায় অনেক দ্রুত উত্তোলন সম্ভব হবে৷ এমনটা সত্যি হলে ইইউ-র যথেষ্ট লাভ হবে৷

ক্রিস্টিয়ান প্রিসেলিউস/এসবি