রেড অ্যালার্ট জারি করে আলোচনায় ইন্টারপোল
১৫ এপ্রিল ২০১৫ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘‘একুশ আগস্ট গ্রেনেড মামলায় অভিযুক্ত বিএনপি নেতা তারেক রহমানকে ‘ওয়ান্টেড' ঘোষণা করে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন- ইন্টারপোল৷''
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংবাদটি তাঁর ফেসবুক পাতায় শেয়ার করে লিখেছেন, ‘‘বিএনপির জন্য নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছে ইন্তারপোল! সন্দেহ হলে Interpol এর website দেখুন৷''
সুলতান মির্জা খবরটিকে বাঙালিদের জন্য নববর্ষের সুসংবাদ হিসেবে উল্লেখ করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘যাক বাংলা বছরের শেষ ও বাংলা বছরের শুরুর দিকে বাঙালিদের জন্য শুভ সংবাদ বয়ে নিয়ে আসলো ইন্টারপোল৷''
শওগাত আলী সাগর ইন্টারপোলকে বাংলাদেশের পুলিশের সঙ্গে তুলনা করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৮২ জন বাংলাদেশির নাম৷ রেড এলার্টেই আছে ৪২ জন৷ আশ্চর্য তো! এতগুলোর নামে এলার্ট জারি করেই ইন্টারপোল খালাস! এতো দেখি এক্কেবারে বাংলাদেশি পুলিশ৷''
আজম খান মনে করছেন, ‘‘ইতিহাসের পাতার বিশ্লেষণের ফলাফলে বিএনপি নামে দলটির বিলুপ্তির জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে না৷ ধ্বংসের কারিগর হিসেবে লেখা থাকবে তারেক রহমান নামক রাজপুত্রের নাম৷ কারণ হিসেবে লেখা থাকবে অবাধ দুর্নীতি, জামাতপ্রীতি, নৈতিকতা বিবর্জিত কার্যকলাপ, নিজ দলের সিনিয়র নেতাদের সাথে দুর্বিনীত ব্যবহার এবং দল পরিচালনায় স্বৈরাচারী আচরণ৷''
ইন্টারপোল কীভাবে কাজ করে সে সম্পর্কে ফেসবুকে লিখেছেন এম এম ওবায়দুর রহমান ৷ তিনি লিখেছেন, ‘‘কারো নামে মামলা থাকলে সেই দেশের সরকার ইন্টারপোলে ডকুমেন্ট প্রেরণ করলে এই নোটিশ জারি হতে পারে৷ এতে বিচলিত বা টেনশন করার মতো কিছু ঘটে না৷ আমার এক সাংবাদিক বন্ধু আরো পরিষ্কার করে লিখেছে, ইন্টারপোল হইল মহল্লার কুকুরের মত৷ ঘেউ ঘেউ করে আবার কুন্ডলি পাকিয়ে শুয়ে থাকে৷''
কাদেরুদ্দীন শিশির ইন্টারপোলের ওয়েবসাইট পরিদর্শন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন৷ তিনি বলেছেন, ওয়েবসাইটের ‘মিসিং পারসনস' বিভাগে থাকা ১১৬৫ জনের মধ্যে কোনো বাংলাদেশি নেই৷ ‘‘মিসিং পার্সনদের রুমে ঢুকে তল্লাশি লাগালাম নিজ মাতৃভূতির কারো সাথে সাক্ষাৎ হয় কি না এই আশায়! কিন্তু আমার দুর্ভাগ্য৷ মিসিং রুমে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ হাজার খানেক আনলাকি বাঙালির কোনো খোঁজ তো নেই-ই, এই মুহূর্তে পৃথিবীর একটি আলোচিত নিখোঁজের ঘটনা- সালাহ উদ্দিন আহমদেরও কোনো সন্ধান নেই!'' লিখেছেন শিশির৷
তবে ‘ওয়ান্টেড' বিভাগে নাম থাকা ৩২২ জনের মধ্যে ৬১ জনই বাংলাদেশি বলে জানান তিনি৷ শিশির লিখেছেন, ‘‘প্রতিটি দেশের পুলিশের অধীনেই একটা ছোট টিম ইন্টারপোলের সংশ্লিষ্ট দেশের শাখাটি চালায়৷ এই তথ্যটা তাদের জন্য দেয়া, যারা ‘ইন্টারপোল'কে বাংলাদেশ সরকারের নাগালের বাইরের ইন্ডিপেন্ডেন্ট কোন প্রতিষ্ঠান যেমন খোদ জাতিসংঘ বা জাতিসংঘের হিউম্যান রাইট কাউন্সিল ধরণের বহু-রাষ্ট্রীয় (মাল্টিল্যাটারাল) প্রতিষ্ঠান টাইপের কিছু ভেবে বিভ্রান্ত হচ্ছেন৷''
দ্য ইকোনমিস্ট এর ব্লগার টম এফ জোয়েনক টুইটারে সংবাদটি শেয়ার করেছেন৷
মুনাজির হোসেন সাঈদ তারেক রহমানের খবর সংশ্লিষ্ট ইন্টারপোলের ওয়েবসাইটের পাতাটি টুইটারে শেয়ার করেছেন৷
ইরোস বোনাজ্জি বিডিনিউজ এ প্রকাশিত সংবাদটি শেয়ার করেছেন টুইটারে৷
শাহরুখ পারভেজ সৌরভ সংবাদটি শেয়ার করে লিখেছেন, ‘বৈশাখের উপহার'৷
সুরেশ সি লিখেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট এর ঘটনায় বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তার করতে তার বিরুদ্ধে ‘রেড কর্নার' নোটিশ পাঠিয়েছে ইন্টারপোল৷
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: জাহিদুল হক