1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার স্বাধীনতা ঘোষণা, গাদ্দাফির ময়না তদন্ত সম্পন্ন

২৩ অক্টোবর ২০১১

কর্নেল মুয়াম্মার গাদ্দাফি পরবর্তী মুক্ত লিবিয়ার অভ্যুদয়ের কথা আনুষ্ঠানিকভাবে রবিবার ঘোষণা করল ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল - এনটিসি৷ লিবিয়ার স্বাধীনতা ঘোষণার আনন্দে মেতেছে সারাদেশ৷ এদিকে, গাদ্দাফির ময়না তদন্ত সম্পন্ন৷

https://p.dw.com/p/12xMM
লিবিয়ায় মুক্তির উল্লাসছবি: picture-alliance/dpa

মুয়াম্মার গাদ্দাফির একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে লিবিয়াকে মুক্ত করতে গিয়ে অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে৷ খালি হয়েছে অসংখ্য মায়ের বুক৷ বয়েছে রক্তের বন্যা৷ তাই অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে স্মরণীয় করতে রবিবার আনুষ্ঠানিকভাবে লিবিয়ার স্বাধীনতার ঘোষণা দিল এনটিসি৷ পূর্বাঞ্চলের নগরী এবং এনটিসি'র সদর দপ্তর হিসেবে পরিচিত বেনগাজি শহর থেকে এই স্বাধীনতা ঘোষণা করা হলো৷

Libyen nach dem Tode Gaddafis Flash-Galerie
যুদ্ধ বিধ্বস্ত দেশছবি: dapd

এদিকে গাদ্দাফির ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিসরাতার সামরিক মুখপাত্র ফাতহি আল-বাশাঘা৷ তিনি বলেন, ‘‘আমরা তার ময়না তদন্ত করতে রাজি ছিলাম না কিন্তু ত্রিপোলি থেকে অনুরোধ আসে সবকিছু সঠিক নিয়ম অনুসারে সম্পাদন করার৷ তাই তার ময়না তদন্ত করা হয়েছে৷'' স্থানীয় সময় সকাল ১০ টায় ময়না তদন্ত শেষ হয়েছে৷ তবে তদন্ত প্রতিবেদন এখনও তৈরি হয়নি৷ ফলে তাঁর মৃত্যুর প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি৷ অবশ্য অনেক আলাপ আলোচনার পর এনটিসি সিদ্ধান্ত নিয়েছে, গাদ্দাফির দেহ তাঁর আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হবে৷ তবে তাঁকে কোথায় কবরস্থ করা হবে তা এনটিসি এবং তাঁর আত্মীয় স্বজনের মধ্যে আলোচনার পর নির্ধারিত হবে৷

Libyen nach dem Tode Gaddafis Flash-Galerie
গাদ্দাফির লাশ দেখতে জনতার ভীড়ছবি: dapd

এছাড়া গাদ্দাফিকে জীবিত আটক করার পর হত্যা করার বিষয়টি নিয়ে এখনও বিতর্ক চলছে৷ এ বিষয়টি নিয়ে রবিবার এনটিসি'র দিকে বাণ ছুঁড়েছেন নতুন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ফিলিপ হ্যামন্ড৷ তিনি জীবিত আটকের পর গাদ্দাফিকে হত্যা করায় এনটিসি'র নেতাদের সুনাম ‘কালিমাযুক্ত' হয়েছে বলে মন্তব্য করেছেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য