1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া ফেরতদের সহায়তায় বিশ্বব্যাংকের ঋণ নিচ্ছে বাংলাদেশ

৩১ মে ২০১১

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে৷ বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে সম্মান জানানোর পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী৷

https://p.dw.com/p/11Qyl
Men from Bangladesh, who used to work in Libya and fled the unrest in the country, carry their belongings as they arrive in a refugee camp at the Tunisia-Libyan border, in Ras Ajdir, Tunisia, Wednesday, March 9, 2011. The 20,000-capacity transit camp for thousands of migrant workers who have fled the fighting in Libya in the past two weeks is about seven kilometers (four miles) from the Libyan border and is expanding with each day of crisis in Libya. (Foto:Lefteris Pitarakis/AP/dapd)
লিবিয়া ফেরত বাংলাদেশি শ্রমিকছবি: dapd

সমকাল বলছে এর ফলে আগামী সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে৷ তবে সুপ্রিম কোর্ট আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখার কথা বললেও কমিটি তা গ্রহণ করেনি৷ এ ব্যাপারে কমিটির অন্যতম সদস্য শেখ সেলিম বলেন, সেটা ছিল আদালতের একটা অভিমত মাত্র, কোনো রায় নয়৷ এদিকে কালের কন্ঠ বলছে, বিএনপি যদি এই ব্যবস্থা রাখতে চায় তাহলে তাদেরকেই সেই প্রস্তাব দিতে হবে বলে মনে করে কমিটি৷ আজ মঙ্গলবার আলোচনা করে বিএনপি এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে কালের কন্ঠ৷

বিশ্ব তামাকমুক্ত দিবস

প্রথম আলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, বাংলাদেশে একজন পুরুষ ধূমপায়ী জামাকাপড় ও স্বাস্থ্য এবং শিক্ষা খাতে মাথাপিছু যে খরচ করে, তার দ্বিগুণেরও বেশি খরচ করে ধূমপানের পেছনে৷ এছাড়া বাংলাদেশে সবচেয়ে দরিদ্র শ্রেণীর মধ্যে ধূমপায়ীর হার বেশি৷ একেকটি পরিবার গড়ে পারিবারিক খরচের ২.৮ শতাংশ ধূমপানের জন্য খরচ করে বলেও জানানো হয়েছে ঐ প্রতিবেদনে৷ এই খবরটি ছাড়াও প্রথম আলো আজ বেশ কয়েকটি প্রতিবেদন ছেপেছে এই তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে৷ এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, তামাক সেবন ও ব্যবসার লাগাম টেনে ধরতে আগের আইন সংশোধন করে কঠোর তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়৷ খসড়াতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট কেনাবেচা করা যাবে না৷ এছাড়া ব্যক্তি পর্যায়ে আইনভঙ্গের জরিমানা ৫০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে৷ আর কোম্পানি পর্যায়ে এই জরিমানার হার হবে ১০ লাখ টাকা৷

বিশ্বব্যাংকের ঋণ

লিবিয়া থেকে ফিরে আসাদের সহায়তা করতে বিশ্বব্যাংক থেকে চার কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ৷ এই অর্থ দিয়ে ফিরে আসা প্রায় ৩৫ হাজার শ্রমিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেয়া হবে৷ এছাড়া প্রায় ১০ হাজার শ্রমিককে ফিরিয়ে আনতে আইওএম যে অর্থ ব্যয় করেছে সেটাও মেটানো হবে৷ বিডিনিউজ বলছে আগামী ৪০ বছর ধরে এই ঋণ পরিশোধ করতে হবে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস