1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেজবোল্লাহকে হুমকি

২১ ফেব্রুয়ারি ২০১৩

সিরিয়ার বিদ্রোহীদের শুধু প্রেসিডেন্ট আসাদের বাহিনীর সঙ্গেই নয়, তাঁদের লড়তে হচ্ছে লেবাননের শিয়া জঙ্গি গোষ্ঠী হেজ়বোল্লাহ'র সঙ্গেও৷ তবে এবার সিরীয় বিদ্রোহীরা হেজবোল্লাহকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে৷

https://p.dw.com/p/17idP
ছবি: Reuters

এর মধ্যে জঙ্গী গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহীদের উপর হামলা বন্ধ না করলে হেজবোল্লাহ'র উপরই হামলা চালানোর হুমকি দিয়েছে তারা৷

সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন করছে মূলত সুন্নিরা৷ আর যাঁর বিরুদ্ধে আন্দোলন সেই প্রেসিডেন্ট আসাদ আলাউইট সম্প্রদায়ের লোক৷ এই আলাউইট হলো শিয়ারই একটি অংশ৷ ফলে লেবাননের শিয়া জঙ্গি গোষ্ঠী হেজবোল্লাহ আসাদের সমর্থনে গত কয়েকমাস ধরেই কাজ করে আসছে৷ তারা লেবাননে থেকেই সিরিয়ার বিদ্রোহীদের উপর হামলা করছে৷

এই প্রেক্ষিতে বুধবার বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি'র চিফ অফ স্টাফ জেনারেল সেলিম ইদ্রিস হেজবোল্লাহকে তাদের হামলা বন্ধ করতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন৷ এরপর হেজবোল্লাহকে লক্ষ্য করে অভিযান চালানো হবে বলেও জানান জেনারেল ইদ্রিস৷

Explosion an syrisch-türkischer Grenze 11.02.2013
যু্দ্ধের কারণে এ পর্যন্ত সত্তর হাজারেরও বেশি সিরীয় নাগরিক মারা গেছেছবি: Reuters

এদিকে, সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া, আরব লিগের সঙ্গে মিলে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে৷

বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও আরব লিগের একটি প্রতিনিধি দলের মধ্যে বৈঠকের পর এই প্রস্তাব দেয়া হয়৷

রাশিয়া ও আরব লিগ বলছে এই আলোচনার মূল উদ্দেশ্য হবে একটি অন্তর্বর্তী সরকার গঠন যারা দ্বন্দ্ব নিরসনের একটা পথ বের করবে৷

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসার মানে হলো, সিরীয় সরকার চায় বিদ্রোহীদের সঙ্গে কথা বলতে৷ কেননা গত কয়েকদিনে বিদ্রোহীরা ভাল কিছু সফলতা দেখিয়েছে৷

এই আলোচনা প্রস্তাবের প্রতিক্রিয়ায় বিরোধী জোট ‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন'এর এক কর্মকর্তা বলছেন, আসাদ ও তাঁর বাহিনী ক্ষমতা থেকে গেলেই কেবল আলোচনা হতে পারে৷

অবশ্য এর আগে ঐ কোয়ালিশনের নেতা মুয়াজ আল-খতিব সরকারের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনার আগ্রহ দেখিয়েছিলেন৷ শর্তটা ছিল এরকম – আলোচনার লক্ষ্য হতে হবে আসাদের প্রস্থান প্রক্রিয়া বের করা এবং আলোচনা শুরুর আগে গ্রেপ্তার করা হাজার হাজার আন্দোলনকারীকে মুক্তি দেয়া৷ কিন্তু সিরিয়ার সরকার তখন সেই শর্ত মেনে নেয়নি৷

এদিকে সিরিয়া বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি তার মেয়াদ আরও ছয় মাস বাড়াতে রাজি হয়েছেন৷ শুক্রবার তাঁর প্রথম ছয় মাসের মেয়াদ শেষ হবে৷

জেডএইচ / এসবি (এএফপি, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান