শুভ জন্মদিন, হুমায়ূন আহমেদ
১৩ নভেম্বর ২০১০তাঁর প্রথম উপন্যাস 'শঙ্খনীল কারাগার'৷ তব গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় 'নন্দিত নরকে'৷ এই দুটি অসাধারণ উপন্যাস লিখে পাঠক হৃদয়ে জায়গা করে নেন তিনি৷ আর কোনদিন পেছন ফিরে তাকাতে হয়নি৷
গত প্রায় চার দশকে গল্প-উপন্যাস আর শিশুসাহিত্যসহ প্রায় দু'শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর৷ 'শঙ্খনীল কারাগার' আর 'নন্দিত নরকে' শিক্ষিত মধ্যবিত্ত জীবনের খুঁটি নাটি নিখুঁত চিত্র অসাধারণ দক্ষতার সঙ্গে তুলে ধরেছে৷
হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান ছিলেন পুলিশের কর্মকর্তা৷ একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হন তিনি৷ মা আয়েশা ফয়েজ৷ তাঁর তিন ছেলে ও তিন কন্যার মধ্যে জ্যেষ্ঠপুত্র হুমায়ূন আহমেদ৷
এই অপ্রতিদ্বন্দ্বী, পাঠকপ্রিয় সাহিত্যিক পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা৷ হুমায়ূন আহমেদের জন্মদিনের উৎসব কিন্তু শুরু হয়ে গেছে আরো দু'দিন আগেই৷ তাঁর জন্মদিন উপলক্ষে হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকরা গত ১১ নভেম্বর শাহবাগের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে শুরু করেছেন চারদিনের একক বইমেলা৷ আগামীকাল শেষ হবে এই মেলা৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই