1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরুতে এসি চলবে ২৪ ডিগ্রিতে

৭ জানুয়ারি ২০২০

বিদ্যুৎ সাশ্রয়ের নয়া প্রয়াস৷ এবার থেকে এসি চালালেই তা চলতে শুরু করবে ২৪ ডিগ্রিতে৷ আগের মতো ১৬ ডিগ্রিতে নয়৷ 

https://p.dw.com/p/3Vo6F
ছবি: Imago Images/A. Popov

ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বা বিইই-র সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক সিদ্ধান্ত নিল, এসি চালালেই তা চলতে শুরু করবে ২৪ ডিগ্রি সেলসিয়াসে৷ এটাই হবে এসি চালুর পূর্বনির্ধারিত তাপমাত্রা। পরে অবশ্য তা কম-বেশি করে নেওয়া যাবে৷ ভবিষ্যতে সব এসিতে এই নতুন ব্যবস্থা থাকবে৷  অর্থাৎ, গরমে যাঁরা নতুন এসি কিনবেন, তাঁদের বাতানুকূল যন্ত্র চালু হবে ২৪ ডিগ্রিতেই৷

 সরকারিভাবে জানানো হয়েছে, ২৪ ডিগ্রিতে এসি শুরু হলে নিশ্চিতভাবেই বিদ্যুৎ বাঁচবে৷ বিইই-র মতও তাই৷ আর তার পরিমাণও কম নয়৷ কারণ, এসি মধ্যবিত্তের আয়ত্ত্বের মধ্যে এসে যাওয়ার পর একেকটি ফ্ল্যাটে এখন একাধিক এসি চলে৷ দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই-এর মতো বড় শহর তো বটেই, মাঝারি ও ছোট শহরেও ছবি একই৷ যা অবস্থা চলছে, তাতে ২০৫০ সালের মধ্যে সবথেকে বেশি এসি ব্যবহারকারী দেশ হবে ভারত৷ একটি সমীক্ষা বলছে,  এই বৃদ্ধির পরিমাণ হতে পারে কয়েক হাজার গুণ৷ তবে এর ফলে বিদ্যুতের কতটা সাশ্রয় হবে, সেটা জানানো হয়নি৷

বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, সব ধরনের এবং এক থেকে পাঁচ স্টার পাওয়া সব এসি-র ক্ষেত্রেই নতুন নিয়ম চালু হবে৷

জিএইচ/এসজি(পিআইবি)