1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো এশিয় চলচ্চিত্র উৎসব

৭ অক্টোবর ২০১০

কে নেই সেখানে? হলিউডের অলিভার স্টোন, বলিউডের স্টার দম্পতি অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চন, ফরাসি শিল্পী জুলিয়েট বিনোশে, চীনের টাং উই-সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীগণ৷

https://p.dw.com/p/PY2a
ঐশ্বরিয়া রাই বচ্চনছবি: AP

রয়েছেন চলচ্চিত্র সমালোচক, পরিচালক, কাহিনীকার এবং হাজারো দর্শক৷ তারা সকলে মিলিত হয়েছেন এশিয়ার সবচেয়ে জাঁকজমক এবং সম্মানজনক অনুষ্ঠান এশিয় চলচ্চিত্র উৎসবে৷ দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুশানে বসেছে ১৫তম উৎসবের এই আসর৷

বুশানকে কোরিয় ভাষায় বলা হয় পুশান৷ পুরানো ভাষা অবশ্য বদলে ফেলে একে ডাকা হচ্ছে বুশান নামেই৷ কিন্তু উৎসবের নাম পরিবর্তন করেননি আয়োজকরা৷ তাই এর নাম পুশান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রয়েই গেছে৷

বৃহস্পতিবারই উদ্বোধনী অনুষ্ঠানে আর এখানেই লাল গালিচা সংবর্ধনা দেয়া হচ্ছে নায়ক নায়িকা আর অন্য সম্মানিতদের৷ আয়োজকরা জানিয়েছেন, এবারের এই আসরে অন্তত ৩০৮টি ছবি প্রদর্শিত হবে৷ এর মধ্যে রেকর্ড সংখ্যক ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে৷ আয়োজকদের হিসাবে নতুন ছবির সংখ্যা ১০৩টি৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় দেড় লাখ৷

এবারের উৎসবে চীনা ছবির আধিক্য রয়েছে৷ বিশেষ আকর্ষণ কুর্দিভাষী ছবি৷ নামে এশিয় উৎসব হলেও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও এখানে এসেছে ছায়াছবি৷ এখানেই ‘এশিয়ান ফিল্ম মেকার অফ দ্য ইয়ার' নামের সেরা ছবির পরিচালক পাবেন ৩০ হাজার ডলার পুরস্কার৷ সেই সঙ্গে সম্মানী, সে তো রয়েছেই৷ আর অভিনয় কৌশলেরও উপরও থাকছে পুরস্কার৷ ১৫ই অক্টোবর শেষ হবে এই উৎসবের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন