1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো ভ্যাঙ্কুভার শীতকালীন প্যারালিম্পিক

১৩ মার্চ ২০১০

শীতকালীন অলিম্পিকের আমেজ কাটতে না কাটতেই ক্যানাডীয় প্রশান্ত উপকূলীয় নগরী ভ্যাঙ্কুভারে শুরু হলো প্যারালিম্পিক৷ এখন পর্যন্ত যতগুলো প্যারালিম্পিক অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে এটিই বৃহত্তম আসর বলে মনে করা হচ্ছে৷

https://p.dw.com/p/MSEz
ভ্যাঙ্কুভার শীতকালীন প্যারালিম্পিক এর উদ্বোধনী পর্বছবি: AP

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার দর্শকের উপস্থিতি এটিকে করেছে আরো উৎসাহব্যঞ্জক৷ ‘সক্ষমতার উৎসব' শীর্ষক এই ক্রীড়া আসরের সূচনায় স্থানীয় গভর্নর জেনারেল মিচেলে জেয়ান বলেন, ‘‘আমি ক্যানাডায় প্রথমবারের মতো অনুষ্ঠিত প্যারালিম্পিকের উদ্বোধন করছি৷'' এই বছরের প্যারালিম্পিক আসরে বিশ্বের ৪৫ টি দেশ থেকে পাঁচ শতাধিক প্রতিবন্ধী অ্যাথলেট অংশ গ্রহণ করবেন৷

ভ্যাঙ্কুভার প্যারালিম্পিকে অন্যান্য ইভেন্টের সাথে থাকছে আল্পাইন স্কি, বায়াথলন, ক্রস-কান্ট্রি স্কি, হুইল চেয়ার কার্লিং এবং আইস স্লেজ হকি৷ স্টেডিয়ামে প্যারালিম্পিকের মশাল বহন করে আনেন টেরি ফক্সের পিতা-মাতা যৌথভাবে৷ ‘একজন অনেককে অনুপ্রাণিত করতে পারে' ভ্যাঙ্কুভারের এই স্লোগানের জনক টেরি ফক্স ক্যানাডার চির-তরুণ নায়ক যিনি ক্যান্সারের গবেষণার জন্য তহবিল গঠনে ১৪৩ দিনে এক পায়ের উপর ভর করে পাঁচ হাজার তিন শ' কিলোমিটার দৌড়ানোর পর ১৯৮১ সালে মাত্র ২২ বছর বয়সে মারা যান৷ পুরো ক্যানাডা জুড়ে দৌড়ানোর ফক্সের উদ্যোগ থেমে যায় যখন তাঁর ক্যান্সার আবারো তাঁকে তাড়া করে ধরে৷ তবে ফক্সের প্রচেষ্টা সফল না হলেও, আজও প্রতিবছর ৩০টি দেশের লাখো মানুষ সেই ঘটনার স্মরণে টেরি ফক্স রানে অংশ নেন৷

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি স্যার ফিলিপ ক্র্যাভেন বলেন, ‘‘এই আসরের খেলাগুলো বেশ চমকপ্রদ হবে৷'' অলিম্পিক এবং প্যারালিম্পিক ভ্যাঙ্কুভার আয়োজক কমিটির প্রধান নির্বাহী জন ফার্লং বলেন, ‘‘আমরা এক দেশ৷ ক্রীড়াই আমাদের একক ভাষা৷ বিশ্বের প্যারালিম্পিক ক্রীড়াবিদরা আগামীর দিনগুলোতে অত্যন্ত উল্লসিত হোক - সেটিই আমাদের প্রত্যাশা৷'' ২১ মার্চ পর্যন্ত চলবে ভ্যাঙ্কুভার প্যারালিম্পিক৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : দেবারতি গুহ