1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Mumbai still not under control - state government

সাগর সরওয়ার ২৭ নভেম্বর ২০০৮

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে সমন্বিত সন্ত্রাসী হামলার পর সেই শহর এখন মৃত্যুপুরী৷ মানুষজন বৃহস্পতিবার ঘর থেকে বের হয়নি বললেই চলে৷ অফিস আদালত বন্ধ ছিল৷

https://p.dw.com/p/G3gb
তাজ হোটেলের মধ্যে দুই সন্ত্রাসীছবি: AP

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সেখানে কমপক্ষে ১২৫ জন নিহতের খবর পাওয়া গেছে৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা রয়েছে৷ আহত অন্তত ৩০০ জন৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ ভারতীয় সেনাবাহিনীর কমান্ডোরা তাজ হোটেল থেকে পণবন্দীদের উদ্ধার করেছে৷ পুরো শহর ভীতির মধ্যে রয়েছে৷ ওবেরয় হোটেলের অভ্যন্তের এখনো সন্ত্রাসী রয়েছে বলে মনে করা হচ্ছে৷

মুম্বাই এর ইকোনমিক টাইমস এর সহকারী সম্পাদক দেব চ্যাটার্জি জানান, সন্ত্রাসীরা করাচি থেকে জলপথে এসে এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র৷ তিন জানান, তারা এ বিষয়ে করাচিতে কথা বলেছেন এবং এর সত্যতা পেয়েছেন৷ একটি ইঞ্জিনচালিত নৌকায় করে সন্ত্রাসীরা মুম্বাই এ নোঙ্গর করে বলে তিনি জানান৷