সোমবার ঢাকা এসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি মূল বৈঠকটি করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীমউদ্দিনের সঙ্গে। এই বৈঠকেই সাম্প্রতিক নানা বিষয় উঠে আসবে বলে জানা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। জানাগেছে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক বিষয়গুলোতেই জোর দেয়া হবে। শেখ হাসিনার ভারতে অবস্থান, বাণিজ্যসহ এই সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো আলোচনায় আসবে। মূল টার্গেট থাকবে উত্তেজনা প্রশমন, নিরাপত্তা, অপতথ্য , বাণিজ্য।
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, "আসলে এই সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু সংকট তৈরি হয়েছে। ভারতে চিকিৎসা, ভিসা, বাণিজ্য এসব নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এগুলোর ব্যাপারে নিশ্চয়ই দুই দেশ পরস্পরের কাছে তথ্য জানতে চাইবে। সমাধান খুঁজবে। ”
তার কথা, "এখন শুধু দুই দেশের সরকারি পর্যায়েই নয়, নানা প্ল্যাটফর্ম সক্রিয় আছে। রাষ্ট্রীয় কূটনীতির বাইরেও আরো কূটনৈতিক তৎপরতা আছে। এই সময়ে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অনেক গুরুত্বপূর্ণ। অনেক কিছু ইঙ্গিতও দিচ্ছে।”
"আসলে আমাদের কূটনৈতিক তৎপরতা আরো বাড়াতে হবে। ভারতে সরকারের বাইরে নন-স্টেট ফ্যাক্টর এই সময়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে তাদের তৎপরতা কম। আমাদের সেটা খেয়াল রাখতে হবে। আমাদের সরকারি পর্যায়ে প্রতিক্রিয়া সুচিন্তিত এবং কূটনৈতিক হতে হবে। সবাই নয়, যার কাজ তার কথা বলতে হবে,” বলেন তিনি।