1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহকর্মীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ

২১ সেপ্টেম্বর ২০২০

নিজ দলের সহকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনশনে বসেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় নেত্রী জলি তালুকদার৷ শনিবার রাত থেকে অনশন করছেন তিনি৷

https://p.dw.com/p/3inkl
ছবি: DW/M. Mostafigur Rahman

জলি তালুকদার সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন৷ তার অভিযোগ ঢাকা কমিটির সদস্য জাহিদ হোসেন খানের বিরুদ্ধে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে অনশনে বলেছেন জলি তা ২৮ ফেব্রুয়ারির৷ জলির অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের এক সমাবেশে যোগ দিতে সিপিবির মিছিল নিয়ে যাওয়ার সময় তিনি জাহিদের নিপীড়নের শিকার হন৷

সাত মাস পর গত শুক্রবার সিপিবির ঢাকা কমিটির সভায় নেওয়া এক সিদ্ধান্তের পর ওই ঘটনার বিচার দাবিতে অনশনে বসছেন তিনি৷

বিচার চেয়ে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি লিখেছেন জলি৷ চিঠিতে তিনি দাবি করেন, যৌন হেনস্থার অভিযোগে ব্যবস্থা না নিয়ে উলটো ওই সময় যারা প্রতিবাদ করেছিল, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে ঢাকা কমিটি৷

এর আগে জুলাই মাসে নারী নির্যাতনের মামলা হওয়ার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এসএম শুভ এবং আরিফুল ইসলাম নাদিমকে অব্যাহতি দেয় সিপিবির সহযোগী সংগঠন ক্ষেতমজুর সমিতি৷

ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে লেখালেখিও করেন সিপিবি কর্মীরা৷ এরপর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতা-কর্মীদের লেখালেখিতে নিষেধাজ্ঞা আরোপ করে দলটি৷ তবে জলি অনশনে বসার পর ফেসবুকে এ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে৷

এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য