1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট গ্রহণ শেষে চলছে গণনা

৩০ ডিসেম্বর ২০১৮

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, বিরোধীদের ভোট বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা৷ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত৷

https://p.dw.com/p/3AmQh
ছবি: DW/A. Islam

এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে বিকেল ৪টার আগেই বিরোধী দলের প্রায় অর্ধশত প্রার্থী ভোট বর্জন করেন৷ তবে, সকালে ঠাকুরগাঁওয়ে ভোট দেয়ার পর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনও ভোট দেয়ার পর বলেছিলেন, বিকেল ৪টা পর্যন্ত আমরা মাঠে থাকব৷

ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ বলেন, ‘‘কোথাও কোথাও ভালো ভোটের খবর আমরা পেয়েছি৷ আবার কোথাও খারাপের খবরও পেয়েছি৷ যেখানে খারাপ পরিস্থিতির খবর পেয়েছি, সেখানে অবস্থা খুবই খারাপ ছিলো৷ আমরা মনে করি, এত মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে নির্বাচন হয়েছে সেটাকে কোনভাবে সুষ্ঠু নির্বাচন বলা যাবে না৷ আমাদের কর্মীরা মাঠ থেকে দিন শেষে কী খবর দেন তার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত জানাব৷

‘যেখানে খারাপ পরিস্থিতির খবর পেয়েছি, সেখানে অবস্থা খুবই খারাপ ছিলো’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দুপুরে অভিযোগ করেন, ‘‘দেড় শতাধিক আসনে ব্যালট বাক্স ভর্তি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ আর ২২১ আসনে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে৷ আমরা আগেই বলেছিলাম, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হয় না৷ এবারের নির্বাচন সেটাই প্রমাণ করলো৷'' নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, এর আগে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়৷ তাদের কাছে এগুলো বারবার বলার পরও কোনো ব্যবস্থা নেয়নি৷''

ভোটের পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্বেগ প্রকাশের মধ্যে বেলা ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘‘দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে৷'' রাজধানীর উত্তরার ৫ নম্বরে সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি৷ বলেন, ‘‘বিএনপির পোলিং এজেন্ট যদি না আসে তাহলে আমরা কি করতে পারি? কেউ আসলে তাকে ঢোকার ব্যবস্থা করতে পারি৷ আমরা নির্বাচন কমিশন থেকে এই ধরনের নির্দেশনাই দিয়েছি৷

৯টি আন্তর্জাতিক সংস্থা এবং ১২টি বিদেশি মিশনের ১৮৮ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য এসেছেন৷ তাদের অনেকেই ভোট ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন৷''

‘ভোট আরো ভালো হতে পারত, সেটা সম্ভবও ছিল’

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘‘কিছু কিছু জায়গা থেকে খারাপ খবর হয়েছে৷ আসলে ভোট আরো ভালো হতে পারত, সেটা সম্ভবও ছিল৷ কেন হয়নি, সেটা বলতে পারব না৷ তবে সব রিপোর্ট এলে আগামীকাল বলা যাবে, দেশি-বিদেশিরা ভোটকে কেমন দেখলো৷ যদিও তাতে কিছু যাবে আসবে বলে মনে হয় না৷’’

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বলছে, নির্বাচনি সহিংসতায় বাংলাদেশে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র সোহেল রানা৷ এর মধ্যে সাতজন শাসক দল ও পাঁচজন বিরোধী জোটের সদস্য বলেও জানান তিনি৷

রাজশাহীর মোহনপুরের পাকুড়িয়া হাইস্কুল কেন্দ্রের সামনে মেরাজউদ্দিন নামের আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপির কর্মীরা পিটিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ৷ সদর উপজেলার রাজঘর গ্রামে সকালে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া নামের একজন মারা গেছেন৷ বিএনপি'র হামলায় নিহত ইসরাইলকে নিজের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ৷

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী উলুদিয়া এলাকায় মো. আবদুল্লাহ নামের এক নৌকার সমর্থক ভোট দিতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন৷ চট্টগ্রামের পটিয়া ও বাঁশখালীতে নির্বাচনি সহিংসতায় দু'জনের প্রাণহানি হয়েছে৷ নিহত আবু সাদেক পটিয়ার এবং আহমেদ কবির বাঁশখালীর বাসিন্দা৷ নিহত সাদেক ইসলামী ছাত্রসেনার সদস্য ছিলেন৷ কুমিল্লার চান্দিনা ও নাঙ্গলকোটে দু'জন নিহত হয়েছেন৷ চান্দিনায় পুলিশের গুলিতে মজিবুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷ আর নাঙ্গলকোটে ভোট দিতে যাওয়ার সময় হেলমেট পরিহিত লোকজনের হকিস্টিকের আঘাতে বাচ্চু মিয়া নামের বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন৷ নোয়াখালীর বেগমগঞ্জে গুলিতে একজন আনসার সদস্য মারা গেছেন৷

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাসেরউদ্দিন নিহত হয়েছেন৷ নরসিংদীর শিবপুরের কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া নামের একজন নিহত হয়েছেন৷ বগুড়ার কাহালুতে একটি ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষে আজিজুল নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন৷

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য