1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সাকিব বাংলাদেশের ক্রিকেটের বটগাছ’

২৯ অক্টোবর ২০১৯

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বটগাছ সাকিব আল হাসান৷ তাঁর বিরুদ্ধে আইসিসি কোনো নিষেধাজ্ঞামূলক শাস্তি দিলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য অপূরণীয় এক ক্ষতি হবে৷

https://p.dw.com/p/3S8B3
Shakib Al Hasan
ছবি: Getty Images/M. Melville

আইসিসির নিয়ম অনুযায়ী কোন জুয়ার প্রস্তাব আসলে সেটি যত দ্রুত সম্ভব তাদের দুর্নীতি দমন ইউনিট আকসুকে অবহিত করতে হবে৷ এক্ষেত্রে আইসিসি খোলোয়াড়দের কাছে বিভিন্ন জুয়াড়ুর তালিকাও দিয়ে রেখেছে৷ সাকিবের কাছে এমন একজনের প্রস্তাব আসে৷ তিনি সেই লোভে পা দেননি, কিন্তু নিয়ম অনুযায়ী তিনি বিষয়টি আকসুকেও অবহিত করেননি৷  সেদিক থেকে সাকিব অপরাধ করেছেন৷ সেজন্য নিয়ম অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে৷ এই ব্যাপারে বিসিবির হাতেও তেমন কিছু করার নাই৷

তবে এক্ষেত্রে দেশের সার্বিক ক্রিকেটের যে বড় ধরণের ক্ষতি হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই৷ বিসিবিও সাকিব ছাড়া অনেকটাই দুর্বল, বাংলাদেশের ক্রিকেটও দুর্বল৷ সাকিব যাতে এই পর্ব থেকে বেরিয়ে আসতে পারে এবং শাস্তির মধ্য দিয়ে যাতে যেতে না হয় সেটাই এখন প্রত্যাশা৷

(বিস্তারিত আলোচনাটি শুনুন ফেসবুক ভিডিওতে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য