বিয়ের প্রস্তাব
১ ফেব্রুয়ারি ২০১২সিডনির হার্বার ব্রিজ খুবই বিখ্যাত৷ পর্যটকরা সিডনি বেড়াতে এলে এই ব্রিজে ওঠেন৷ একের পর এক ছবি তোলেন৷ সেই ব্রিজের উপর দাঁড়িয়েই বিয়ের প্রস্তাব দিলেন হ্যাসেলহফ দীর্ঘদিনের বান্ধবী হেয়লি রবার্টসকে৷ ৫৯ বছর বয়স্ক অভিনেতা তার টুইটার অ্যাকাউন্টে ফ্যানদের উদ্দেশ্যে লেখেন, ‘‘সিডনি হার্বার ব্রিজের ওপর আরেকবার চেষ্টা করলাম জীবনসঙ্গিনী খুঁজে পেতে৷ বলতো, তার উত্তর কী ছিল?'' এর পাশপাশি তিনি একটি ছবিও তুলে দেন তার অ্যাকাউন্টে৷ ছবিতে দেখা যাচ্ছে হ্যাসেলহফ হাঁটু গেড়ে মাটিতে বসে এবং আরেক জোড়া তরুণ-তরুণী দূরে আলিঙ্গনবদ্ধ৷
ডেভিড হ্যাসেলহফ এর আগে দুবার বিয়ে করেছেন৷ রয়েছে দুটি সন্তান৷ তার প্রতিটি বিয়ের প্রস্তাবই বেশ নাটকীয় ভঙ্গিতে করা৷ তবে ৩১ বছর বয়স্ক হেয়লি রবার্টসকে তিনি ‘ব্রিটেন গট ট্যালেন্টস'-এর ড্রেসিং রুমে এবং আরেকবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি পাহাড়ের চূড়ায় প্রস্তাব করেন৷ পেশাগত কারণে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন ডেভিড হ্যাসেলহফ৷ রিয়েলিটি শো ‘সেলিব্রিটি অ্যাপ্রেনটিস অস্ট্রেলিয়া' তৈরি করতে ব্যস্ত তিনি৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক