সিরিজে সমতা চাইলে জিততে হবে টাইগারদের
১১ এপ্রিল ২০১১বাংলাদেশ দলে পরিবর্তন
আজকের খেলায় বাংলাদেশ দলে পরিবর্তনের ইঙ্গিত কিছুটা পাওয়া যাচ্ছে, তবে চূড়ান্ত কোন ঘোষণা আসেনি৷ অন্তত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যেমনটা বলছে যে, উপরের সারির ব্যাটসম্যানরা রান তোলার দিক দিয়ে খানিকটা পিছিয়ে আছে৷ এমনকি বিশ্বকাপে ইমরুল কায়েস ভালো করলেও অসিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ তিনি৷ তাছাড়া শাহরিয়ার নাফীস এবং রকিবুল হাসানও খুব একটা সুবিধা করতে পারছেন না৷ তাই, আজকের দলে অলক কাপালী কিংবা শুভগত হোম চৌধুরীকে দেখা যেতে পারে৷ তাছাড়া পাওয়ার প্লেতে কীভাবে দ্রুত রান তোলা যায়, তা নিয়েও ভাবছে স্বাগতিকরা৷
নতুন অধিনায়ক
অসি দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক জানিয়েছেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটিং মোটেই সহজ নয়৷ পিচ নিয়ে সমালোচনা শোনা যাচ্ছে অন্য খেলোয়াড়দের কাছ থেকেও৷ তবে আশাবাদী স্বাগতিকদের অধিনায়ক সাকিব আল-হাসান৷ দৈনিক প্রথম আলোকে তিনি জানিয়েছেন, ‘আমরা যদি নিজেদের খেলায় আরও উন্নতি আনতে পারি এবং অস্ট্রেলিয়া যদি ওদের সেরা খেলাটা খেলতে না পারে, একটা ম্যাচ অবশ্যই জেতা সম্ভব৷'
মাশরাফির সামনে রেকর্ডের হাতছানি
আর দুটো উইকেট পেলেই একদিনের সিরিজে মাশরাফির উইকেট শিকারের সংখ্যা হবে ১৫০৷ এর আগে বাংলাদেশের আরেকজন খেলোয়াড় এই সংখ্যা অতিক্রম করেছেন, তিনি আব্দুর রাজ্জাক৷ তবে, অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি-র সামনেও রেকর্ডের হাতছানি৷ আজ একটি উইকেট পেলেই লি পৌঁছে যাবেন সাড়ে তিনশ উইকেট শিকারীর দলে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই