1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার ওপরে আরো চাপ বাড়ানোর চেষ্টায় আরব লীগ

১৩ নভেম্বর ২০১১

সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভকারীদের রক্ষার জন্য একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে আরব লিগ৷ অন্যদিকে দূতাবাসে আসাদ সমর্থকদের হামলার প্রতিবাদ জানালো সৌদি আরব৷ আর তুরস্ক তার দূতাবাস থেকে লোকজন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে৷

https://p.dw.com/p/139uW
সিরিয়া নিয়ে আরব লীগের জরুরি বৈঠকছবি: dapd

সিরিয়ায় অব্যাহত নিরীহ নাগরিক হত্যার বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ ও নিষেধাজ্ঞা সত্বেও তা থামছে না৷ রোববার হোম্স এবং হামা শহরে আরও পাঁচজন মানুষ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা৷ তাদের কাছ থেকে জানা গেছে, হোম্স শহরের বাথ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্ররা বিক্ষোভ করার সময় তাদের ওপর মর্টার হামলা চালানো হয়৷ এতে বেশ কিছু লোক আহত হয়েছে৷ নিরাপত্তা বাহিনীর হামলায় কেবল হামা শহরেই চারজন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷ এদিকে পাল্টা হামলা চালানো শুরু করেছে বিদ্রোহী সেনারাও৷ বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার কুসাইর শহরে বিদ্রোহী সেনাদের গুপ্ত হামলায় দুই সিরীয় সেনা প্রাণ হারিয়েছে৷ উল্লেখ্য, গত আট মাসের টানা বিক্ষোভে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে সিরিয়াতে৷

এদিকে সিরিয়ার সদস্যপদ স্থগিত করার একদিন পর সেখানকার রক্তপাত বন্ধে উপায় খুঁজছে আরব লিগ৷ সংস্থার মহাসচিব নাবিল আর আরাবি রোববার জানান, তারা এই নিয়ে চিন্তা ভাবনা করছেন৷ সিরিয়াকে আরব লিগ থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তকে তিনি ঐতিহাসিক বলে অভিহিত করেন৷ তবে নাবিল জানান, আসাদ প্রশাসনের ওপর কার্যকর চাপ প্রয়োগের ক্ষমতা একমাত্র জাতিসংঘের রয়েছে৷

Ägypten Kairo Treffen Arabische Liga November 2011 Ausschluss Syriens
আরব লীগের বৈঠকে সিরিয়া বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে শনিবারছবি: dapd

এদিকে সিরিয়ার প্রশাসনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য জর্ডানের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ রোববার মার্কিন প্রশাসনের রাজস্ব বিভাগের কর্মকর্তা ড্যানিয়েল গ্লেজার জর্ডানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন৷ এছাড়া তিনি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ আম্মানের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জর্ডানের মাধ্যমে যেন সিরিয়া আর্থিক লেনদেন চালিয়ে যেতে না পারে তার চেষ্টা করা হচ্ছে৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে৷

এদিকে দামেস্কের দূতাবাসে আসাদ সমর্থকদের হামলার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব৷ শনিবার আরব লিগ থেকে সিরিয়াকে বহিস্কারের সিদ্ধান্তের পর পরই আসাদ সমর্থকরা বেশ কিছু দূতাবাসে হামলা চালায়৷ এই ঘটনার পর তুরস্ক জানিয়েছে, তারা দামেস্কের দূতাবাসে দায়িত্বরত কূটনীতিকদের পরিবারবর্গকে সরিয়ে নিতে যাচ্ছে৷ তবে আপাতত কূটনীতিকরা সেখানে থেকে যাবেন বলে জানিয়েছে তুর্কি প্রশাসন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়