সিরিয়ার যে শিশুর চোখের জলে কাঁদছে বিশ্ব
৭ জুন ২০১৬বিজ্ঞাপন
সিরিয়ায় কোনো স্থানে হামলার পরই স্বেচ্ছাসেবীরা সাদা হেলমেট পরে আহতদের উদ্ধারে নেমে পড়েন৷ বিধ্বস্ত ভবনের ভেতর থেকে আহত ও নিহতদের বের করে আনা মোটেই সহজ কাজ নয়৷ আহমেদের বাবা ফাওজি বারঘোত এই কাজটিই করতেন৷ কিন্তু এক হামলায় বিধ্বস্ত ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই প্রাণ হারান৷
তার মরদেহ স্বজনদের কাছে দেয়া হলে ছোট্ট আহমেদ যেন কিছুতেই তা বিশ্বাস করতে পারছিল না৷ আহমেদ চিৎকার করে বলছিল, ‘‘বাবা, আমাকে ছেড়ে যেও না৷'' তার এই আহাজারি শুনে আশপাশের সবার চোখেই নামে জলের ধারা৷
এপিবি/এসিবি