1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় চলছে তুমুল বিক্ষোভ, আজ আবার ভাষণ দেবেন আসাদ

২০ জুন ২০১১

গণবিক্ষোভ অব্যাহত৷ তার মধ্যে আবারও তৃতীয় দফায় আজই বক্তৃতা দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷ আজই৷ রাষ্ট্রীয় সংবাদসংস্থা সেই বক্তৃতার খবর আগাম জানিয়েছে৷

https://p.dw.com/p/11fKU
Baschar al Assad
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷ছবি: AP

গত মার্চ মাস থেকে সিরিয়ায় শুরু হয়েছে বিক্ষোভ৷ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে সিরিয়ার সাধারণ মানুষের এই তুমুল বিক্ষোভকে সামলাতে রীতিমত কড়া দমনপীড়নের রাস্তা বেছে নিয়েছেন প্রেসিডেন্ট স্বয়ং৷ আন্তর্জাতিক সমালোচনাও তার জন্য কম শুনতে হয়নি প্রেসিডেন্টকে৷ জাতিসংঘের সঙ্গে একরকম ঠান্ডা লড়াইও শুরু হয়ে গেছে তাঁর৷

NO FLASH Polzei im Libanon
আসাদের সরকারের বিরুদ্ধে সিরিয়ার সাধারণ মানুষের এই তুমুল বিক্ষোভকে সামলাতে রীতিমত কড়া দমনপীড়নের রাস্তা বেছে নিয়েছেন প্রেসিডেন্ট স্বয়ংছবি: picture-alliance/dpa

এরই মধ্যে বেশ কয়েকবার সাধারণ মানুষের উদ্দেশে জাতীয় টিভিতে ভাষণ দিয়েছেন আসাদ৷ আজ সোমবার, গণবিক্ষোভ শুরু হওয়ার পর তিনি তৃতীয়বারের জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে সিরিয়ার জাতীয় সংবাদসংস্থা সানা৷ স্থানীয় সময় দুপুরের দিকে প্রেসিডেন্টের এই ভাষণের বিষয় হতে চলেছে সিরিয়ায় উন্নয়নের চালচিত্র৷

প্রেসিডেন্ট যতই ভাষণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক, দেশের অভ্যন্তরে কিন্তু বিক্ষোভ প্রতিবাদ থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না৷ রাজধানী দামেস্ক সহ দেশের অধিকাংশ জায়গাতেই বিক্ষোভকারীরা বৃহত্তর গণতন্ত্র এবং সামাজিক সুশাসনের দাবিতে হাজারে হাজারে পথে নামছে৷ সেনা নামিয়ে সেই বিক্ষোভ দমন করতে চাইছেন আসাদ৷

Unruhen in Syrien FLASH-GALERIE
দেশের অভ্যন্তরে কিন্তু বিক্ষোভ প্রতিবাদ থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে নাছবি: picture alliance/dpa

গত কয়েকমাসে ইতিমধ্যেই প্রায় ১,৩০০ মানুষের মৃত্যু হয়েছে, জানাচ্ছে সিরিয়ার অভ্যন্তরে কর্মরত মানবাধিকার সংগঠনগুলি৷ প্রবল অস্থির পরিস্থিতি উদ্ভূত হওয়ায় দেশ ছেড়ে নিকটবর্তী তুরস্কে পালিয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার৷ সীমান্তবর্তী কিছু এলাকায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আন্তর্জাতিক স্তরে অনেক বড়মাপের নিষেধাজ্ঞার সম্মুখীন সিরিয়াকে নিয়ে আজই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বসছেন একটি জরুরি বৈঠকে৷ যে বৈঠকের আলোচ্য বিষয় হবে সিরিয়ার ওপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপ৷ এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আসাদের ভাষণ কতটা কার্যকরি ভূমিকা নেবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহল৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী