সিরিয়া থেকে অশোধিত তেল আমদানি করবেনা ইইউ
২ সেপ্টেম্বর ২০১১তেল নিষেধাজ্ঞা
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সরে যেতে বলা হয়েছে বেশ কিছুদিন হলো৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের প্রায় সব শীর্ষ নেতাই এ নিয়ে কথা বলেছেন৷ কিন্তু তাতে কাজ হচ্ছে বলে এখন পর্যন্ত কিন্তু মনে হচ্ছে না৷ তাই ইউরোপীয় ইউনিয়ন নতুন এক সিদ্ধান্ত নিয়েছে৷ সিরিয়া থেকে অশোধিত তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ৷ আগামীকাল শনিবার থেকেই এটা কার্যকর হতে যাচ্ছে৷ ফলে এখন থেকে ইউরোপে আর তেল রপ্তানি করতে পারবেনা সিরিয়া৷ অথচ দেশটির অশোধিত তেলের প্রায় ৯৫ ভাগই কিনে নিত ইইউ'র বিভিন্ন দেশ৷ ফলে একটা বিশাল অঙ্কের অর্থ হারাবে সিরিয়া৷ বিষয়টা দেশটির শীর্ষ নেতৃবৃন্দকে ভাবাবে বলেই মনে করছেন হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উরি রোজেন্থাল৷ এছাড়া আরও চার সিরীয় ব্যবসায়ীর সম্পদ বাজেয়াপ্ত করা এবং তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছে ইইউ৷ এই চার ব্যবসায়ী আসাদ প্রশাসনকে অর্থ দিয়ে সহায়তা করছিল বলে অভিযোগ রয়েছে৷ এর আগে প্রেসিডেন্ট আসাদসহ ৫০ ব্যক্তির সম্পদ ও ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিল সিরিয়া৷ আর প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞার তালিকায় একটি ব্যাংক সহ তিনটি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে৷
নতুন সিদ্ধান্ত?
পোল্যান্ডে শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও সিরিয়া নিয়ে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে৷ বৈঠকে সিরিয়ার বিরুদ্ধে আর কী কী করা যেতে পারে সে নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইইউ'র পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশ্টন৷ কূটনীতিকরা বলছেন, সিরিয়ার তেলক্ষেত্রে বিনিয়োগের উপরও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে৷ এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা সিরিয়ার বিরোধীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন৷ আর স্পেনের প্রধানমন্ত্রী লিবিয়ায় সাফল্যের সূত্র ধরে সিরিয়ার বিদ্রোহীদেরও সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এছাড়া কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্যরাষ্ট্র সিরিয়ায় লিবিয়ার মতো অভিযান চালানোর কথা বলতে পারে৷
বিক্ষোভের সর্বশেষ
শুক্রবারও নিহত হয়েছেন ছয়জন৷ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা৷ তাতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী৷ দামেস্ক ছাড়াও দিয়ার-আল-জর ও হোমস শহরে হতাহতের ঘটনা ঘটেছে বলে বিদ্রোহীরা বলছে৷ উল্লেখ্য, মধ্য মার্চে শুরু হওয়া এই আন্দোলনে কমপক্ষে ২,২০০ নিরপরাধ লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক