1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুনেত্রতে বড় গ্যাস ক্ষেত্রের সম্ভাবনা

১১ আগস্ট ২০১২

সুনামগঞ্জের সুনেত্র এলাকায় বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের সম্ভাবনা দেখছে পেট্রোবাংলা এবং বাপেক্স৷ এখান থেকে আড়াই ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে৷ তবে সব কিছু নিশ্চিত হতে তিন মাস অপেক্ষা করতে হবে৷

https://p.dw.com/p/15o4R
ছবি: AP

সুনেত্র গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান কাজ শুরু করেছে বাপেক্স৷ দেশীয় তেল গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্স তার নিজস্ব জনবল আর কারিগরি জ্ঞান দিয়েই এই অনুসন্ধান চালাচ্ছে৷ প্রাথমিকভাবে গ্যাসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চূড়ান্ত পর্যায়ের এই অনুসন্ধানে চার হাজার মিটার গভীরে কুপ খনন করে গ্যাসের মজুদ এবং পরিমাণের ব্যাপারে নিশ্চিত হওয়ার কাজ চলছে৷ অনুসন্ধান কাজে নিয়োজিত প্রকৌশলী দলের প্রধান নজরুল ইসলাম জানান, তাঁদের এই অনুসন্ধান কাজ ১২০ দিনের মধ্যে শেষ হবে৷ আর তিন মাস বা ৯০ দিনের মধ্যে তাঁরা বলতে পারবেন বাস্তব অবস্থা৷ মানে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে৷

বাপেক্স এর এই অনুসন্ধান কাজে ব্যয় হচ্ছে ৮০ কোটি টাকা৷ সংস্থার চেয়ারম্যান মুর্তজা আহমেদ মোরশেদ জানান, সুনেত্রতে বড় আকারের গ্যাস ক্ষেত্র আবিষ্কারের প্রবল সম্ভাবনা আছে৷ ভৌগলিক অবস্থান এবং ভূতাত্ত্বিক জরিপ তারই ইঙ্গিত দেয়৷

পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর জানান, এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র৷ এখান থেকে আড়াই ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে৷ তবে এই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে দিতে আরো দুই বছর সময় লাগবে৷

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, সুনেত্র'র পর এই এলাকায় আরো তিনটি গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করা হবে৷ আর আগে বাপেক্স সুন্দলপুর এবং শ্রীকাইলে গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে৷ কিন্তু সেখানে গ্যাসের পরিমাণ এক ট্রিলিয়ন ঘনফুটের কম৷

প্রতিবেদন: হারুর উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য