লাখো মানুষকে হাসালেন সুন্দরী
১৯ ডিসেম্বর ২০১৮ভিডিওটিতে দেখা যাচ্ছে, অ্যামেরিকার কোনো এক ফিলিং স্টেশনে সোনালি চুলের এক নারী তাঁর টেলসা ব্র্যান্ডের গাড়িটিতে পেট্রোল ভরার চেষ্টা করছেন৷ পেট্রোল ভরার জায়গা (নজেল) খুঁজতে ত্রস্ত-ব্যাস্ত হয়ে গাড়িটির চারপাশে ঘুরছেন তিনি৷ এক পর্যায়ে গাড়ির চার্জিং পোর্টে পেট্রোল পাইপ ঢুকানোর চেষ্টা করতে দেখা যায় তাঁকে৷ শুধু তাই নয়, মাথা ঝুঁকিয়ে বোঝার চেষ্টা করছিলেন কেন পেট্রোল পাইপটি তিনি ঠিক মতো স্থাপন করতে পারছেন না৷ মজার এ ঘটনাটি চোখ এড়ায়নি পেছনের গাড়িতে থাকা যাত্রীদের৷
পুরো ঘটনাটিই ভিডিও করেছেন তাঁরা৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে আরো দেখা যায়, পেট্রোল ভরতে নিজে ব্যার্থ হয়ে কাউকে ফোন করছেন সুন্দরী ওই স্বর্ণকেশী৷ হয়তো কারো পরামর্শ চাইছিলেন কিভাবে গাড়িতে পেট্রোল ভরা যেতে পারে!
পরে পিছনের গাড়িতে থাকা যাত্রীদের একজন তাঁকে মনে করিয়ে দেন তাঁর গাড়িটি বিদ্যুতে চলে, পেট্রালে নয়৷ তখনই নিজের ভুল বুঝতে পারেন আর ভুল বুঝতে পেরে হাসতে শুরু করেন তিনি৷
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা তিন মিনিট ২৫ সেকেন্ডের এ ভিডিওটি শুধুমাত্র ইউটিউবেই দেখেছেন প্রায় আট লাখ দর্শক৷
আরআর/এসিবি