সুন্দরী উধাও!
১৯ নভেম্বর ২০১৪গত বৃহস্পতিবার থেকে হন্ডুরাসের ১৯ বছর বয়সি সুন্দরী মারিয়া হোসে আলভারাদোর কোনো খোঁজ নেই৷ অথচ ‘মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ২০শে নভেম্বরের মধ্যেই তাঁর লন্ডনে পৌঁছানোর কথা৷ বৃহস্পতিবার রাতে নিজের বোনকে নিয়ে এক পার্টিতে গিয়েছিলেন মারিয়া৷ রাতে পার্টি থেকে বেরিয়ে সেই বোনের সঙ্গেই এক গাড়িতে উঠতে দেখা গেছে তাঁকে৷ তারপর থেকে তাঁদের আর খোঁজ নেই৷
কী হয়েছে তাঁর? কোথায় গেলেন মারিয়া হোসে আলভারাদো? অন্য দেশ হলে হয়ত হাজার রকমের দুশ্চিন্তা হতো৷ কিন্তু দেশটা হন্ডুরাস বলে সবার মনে একটাই ভয় – অপহরণ করা হয়নি তো? শেষ পর্যন্ত মেরে ফেলা হবে না তো তাঁকে?
গত কয়েক বছরে রীতিমতো খুন-রাহাজানির দেশ হয়ে উঠেছে হণ্ডুরাস৷ মধ্য অ্যামেরিকার এই দেশে প্রতি এক লক্ষের মধ্যে ৯০ জন খুন হন৷ মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য হন্ডুরাস৷ যাঁকে-তাঁকে অপহরণ করা এবং অপহরণের পর খুন করে ফলা সে দেশে প্রায় নিত্য দিনের ঘটনা৷ স্বাভাবিক কারণেই ‘মিউ ওয়ার্ল্ড' প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী মারিয়া হোসে আলভারাদোকে নিয়েও এখন দুশ্চিন্তার শেষ নেই৷
তাঁকে খুঁজে বের করার চেষ্টায় পুলিশের ব্যস্ততারও শেষ নেই৷ কিন্তু ১৩ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত মারিয়া এবং তাঁর বোনকে খুঁজে বের করা বা এমন অসময়ে তাঁদের লাপাত্তা হয়ে যাওয়ার রহস্য উন্মোচনে কোনো সাফল্য আসেনি৷ এ পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃতদের একজন আবার মারিয়ার বোনের ‘বয়ফ্রেন্ড'৷ বুধবার পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ৷
এসিবি/ডিজি (রয়টার্স)