1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতা ঘোষণা করলো কাটালুনিয়া

২৭ অক্টোবর ২০১৭

স্পেন থেকে নিজেকে মুক্ত করে স্বাধীন হলো কাটালুনিয়া৷ শুক্রবার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটি শেষে কাটালুনিয়ার স্বাধীনতার এই ঘোষণা আসে৷ স্পেন ইতিমধ্যে প্রত্যক্ষ শাসন জারির ঘোষণা দিয়েছে৷

https://p.dw.com/p/2mdJe
Spanien Demonstration für Unabhängigkeit Katalonien in Barcelona
ছবি: Reuters/R. Marchante

শুক্রবার কাটালুনিয়ার সংসদে ১৩৫ সদস্যের মধ্যে স্বাধীনতার পক্ষে ভোট দেন ৭০ জন৷ বিপক্ষে ভোট পড়ে ১০টি৷ মাদ্রিদ সমর্থক সোশালিস্ট পার্টি, পিপলস পার্টি ও চিউদাদানোসের পার্লামেন্ট সদস্যরা ভোট বয়কট করে অধিবেশন থেকে বেরিয়ে যান৷

স্বাধীনতা ঘোষণার কিছুক্ষণের মধ্যেই স্পেনের পক্ষ থেকে কাটালুনিয়ায় প্রত্যক্ষ শাসন জারির সিদ্ধান্ত নেয়া হয়৷ সংসদের বিশেষ অধিবেশনে সেনেটরদের ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়৷ সংবিধানের ১৫৫ নম্বর অনুচ্ছেদ অধীনে কাটালুনিয়ার স্বায়ত্বশাসন বাতিল করে এর নেতাদের ক্ষমতা থেকে অপসারণ করা যাবে৷ এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই বলেন, গণতন্ত্র, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে কাটালুনিয়ায় প্রত্যক্ষ শাসন চালু করা জরুরি হয়ে পড়েছে৷

এর আগে কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাটালুনিয়ায়৷ এতে ৯০ শতাংশ ভোটার কাটালুনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন৷ স্পেন সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করে আসছিল৷ গণভোটের রায়ের পর কাটালুনিয়ার পক্ষ থেকে সংলাপের প্রস্তাবও উড়িয়ে দেয় মাদ্রিদ৷

আরএন/এসিবি