হারিয়ে যেতে পারে, তাই ঘুরে আসুন
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব এতিহ্যের কয়েকটি স্থাপনা আজ হুমকির মুখে৷ ছবিঘরে থাকছে সেগুলোর কথা৷
রাপা নুই ন্যাশনাল পার্ক, চিলি
দেখছেন মোয়াই ভাস্কর্য৷ একটি মানবমূর্তি তৈরিতে একটি পাথরই খোদাই করা হয়েছে৷ চিলির ইস্টার আইল্যান্ডে বসবাসকারী রাপা নুই গোত্রের মানুষরা এসব তৈরি করেছেন৷ ১২৫০ থেকে ১৫০০ সালের মধ্যে এগুলো গড়ে তোলা হয়৷ প্রতিবছর ৬০ হাজারেরও বেশি পর্যটক এসব দেখতে সেখানে যান৷ কিন্তু উপকূল ক্ষয় ও সাগরের পানির উচ্চতা বাড়তে থাকায় ভাস্কর্যগুলো সাগরের পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷
বয়িন্ডি ইম্পেনেট্রেবল ফরেস্ট, উগান্ডা
বিশ্বে আর মাত্র ৮৮০টি ‘মাউন্টেন গরিলা’ আছে৷ এর মধ্যে অর্ধেকের কিছু কম গরিলার বাস উগান্ডার এই জঙ্গলে৷ ফলে প্রতিবছর হাজার হাজার পর্যটক তাদের দেখতে উগান্ডায় যান৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে জঙ্গলের আশেপাশের অধিবাসীরা জঙ্গল কেটে ফেলছে৷ ফলে গরিলারা মানুষের কাছাকাছি আসছে৷ এতে করে তারা নানা রোগে ভুগছে৷
লেক মালাউয়ি ন্যাশনাল পার্ক, মালাউয়ি
একদিকে তাপমাত্রা বাড়ার কারণে মালাউয়ি লেকের পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, অন্যদিকে বৃষ্টি কমে যাওয়ায় পর্যাপ্ত পানি পাচ্ছে না লেক৷ ফলে সব মিলিয়ে মালাউয়ি লেকে পানির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে৷ এতে লেকের ইকোসিস্টেম ও লেক পাড়ের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ শুধু তাই নয়, সমস্যা হচ্ছে পর্যটকদেরও৷ পানি কমে যাওয়ায় তাঁরা আনন্দ করে ঝাঁপ দিতে পারছেন না৷
ওয়াদি রাম সুরক্ষিত এলাকা, জর্ডান
প্রায় ৩০ হাজার হেক্টরের এই এলাকায় আছে সরু গিরিখাত, উঁচু খাড়া পাহাড় আর অসাধারণ সব বীথিকা৷ আছে পাথরের খোদাই করা প্রায় ৪৫ হাজার ভাস্কর্য৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মরুভূমির প্রাণীদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে৷
রক আইল্যান্ডস সাউদার্ন লেগুন, পালাউ
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পালাউ’- এ প্রতিবছর এক লক্ষেরও বেশি পর্যটক যায়৷ কারণ সেখানকার চারশ’রও বেশি দ্বীপে আছে অসাধারণ সব শৈলশিরা, উপহৃদ আর প্রাচীন আমলের গ্রাম৷ কিন্তু তাপমাত্রা বাড়া ও পানিতে অম্লের পরিমাণ বেড়ে যাওয়ায় সেখানকার পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে৷
স্ট্যাচু অফ লিবার্টি, যুক্তরাষ্ট্র
২০১২ সালের হারিকেনে এই ভাস্কর্যটি যেখানে অবস্থিত তার আশেপাশের এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ কোনো এক সময় হয়ত এই ভাস্কর্যটিই ক্ষতির মুখে পড়বে এমন আশঙ্কা অনেকের৷
ইলুলিসাট আইসফিয়র্ড, গ্রিনল্যান্ড, ডেনমার্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাব স্বচক্ষে দেখতে পর্যটকরা সেখানে যান৷ তাপমাত্রা বাড়ার কারণে প্রতিনিয়ত সেখানকার বরফ একটু একটু করে গলে পড়ছে৷