১০ মাস ধরে করোনা পজিটিভ!
২৫ জুন ২০২১ডেভ স্মিথ নামে এ ব্যক্তি একজন ড্রাইভিং প্রশিক্ষক৷ ১০ মাসে ৪৩ বার করোনা টেস্টে পজিটিভ হওয়ায় সাতবার তিনি হাসপাতালে ভর্তি হন৷ এ অবস্থায় নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনাও করে রেখেছিলেন বলে জানান তিনি৷
তবে সবকিছুকে জয় করে এখন সুস্থ আছেন স্মিথ৷
‘‘আমি অবসর নিয়ে নিয়েছিলাম৷ পরিবারের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম,’’ বিবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি৷
অসুস্থতার এ পুরো সময়ে স্ত্রী লিন্ডাও তার সাথে কোয়ারান্টিনে ছিলেন৷ লিন্ডা বলেন, ‘‘এমন অনেক সময় গেছে যখন আমরা ধরে নিয়েছি সে আর বাঁচবে না৷ নরকের যন্ত্রণা নিয়ে একটি বছর পার করেছি আমরা৷’’
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিষয়ক গবেষক এড মোরান বলেন, পুরো সময় জুড়েই স্মিথের শরীরে ভাইরাসটি সক্রিয় ছিল৷
ডাক্তাররা জানান, বিশেষ এক পদ্ধতির চিকিৎসায় স্মিথ সুস্থ হয়ে উঠেছেন৷ সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করার পর সুস্থ হন তিনি৷ এ চিকিৎসা পদ্ধতি যুক্তরাজ্যে ক্লিনিক্যালি অনুমোদিত নয়৷ সহানুভূতির জায়গা থেকে তাকে এমন চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে৷
সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিৎসার ৪৫ দিনের মাথায় সুস্থ হয়ে ওঠেন তিনি৷ অর্থাৎ, অবশেষে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে তার৷ সে হিসেবে প্রথমবার আক্রান্ত হওয়ার ৩০৫ দিন পর সুস্থ হন এ ব্রিটিশ নাগরিক৷
দীর্ঘদিন যুদ্ধ করে করোনাকে জয়ের মুহূর্ত স্ত্রীকে সাথে নিয়ে শ্যাম্পেন পানের মাধ্যমে উদযাপন করেন স্মিথ৷
এদিকে দ্যা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ জানান, তার এখনো শ্বাসকষ্টের সমস্যা রয়ে গেছে৷ তবে তিনি দেশজুড়ে ভ্রমণ করেছেন, এমনকি নাতনীকে গাড়ি চালানোও শেখাচ্ছেন৷
আরআর/এসিবি (এএফপি)