1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০ মাস ধরে করোনা পজিটিভ!

২৫ জুন ২০২১

যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের ৭২ বছর বয়সি এক ব্যক্তি টানা ১০ মাস ধরে করোনা ভাইরাসে সংক্রমিত৷ এত দীর্ঘ সময় করোনায় আক্রান্ত থাকার ঘটনা আর দেখা যায়নি বলে জানিয়েছেন গবেষকরা৷

https://p.dw.com/p/3vXmr
প্রতীকী ছবিছবি: Robin Utrecht/dpa/picture alliance

ডেভ স্মিথ নামে এ ব্যক্তি একজন ড্রাইভিং প্রশিক্ষক৷ ১০ মাসে ৪৩ বার করোনা টেস্টে পজিটিভ হওয়ায় সাতবার তিনি হাসপাতালে ভর্তি হন৷ এ অবস্থায় নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনাও করে রেখেছিলেন বলে জানান তিনি৷

তবে সবকিছুকে জয় করে এখন সুস্থ আছেন স্মিথ৷  

‘‘আমি অবসর নিয়ে নিয়েছিলাম৷ পরিবারের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম,’’ বিবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি৷

অসুস্থতার এ পুরো সময়ে স্ত্রী লিন্ডাও তার সাথে কোয়ারান্টিনে ছিলেন৷ লিন্ডা বলেন, ‘‘এমন অনেক সময় গেছে যখন আমরা ধরে নিয়েছি সে আর বাঁচবে না৷ নরকের যন্ত্রণা নিয়ে একটি বছর পার করেছি আমরা৷’’

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিষয়ক গবেষক এড মোরান বলেন, পুরো সময় জুড়েই স্মিথের শরীরে ভাইরাসটি সক্রিয় ছিল৷

ডাক্তাররা জানান, বিশেষ এক পদ্ধতির চিকিৎসায় স্মিথ সুস্থ হয়ে উঠেছেন৷ সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করার পর সুস্থ হন তিনি৷ এ চিকিৎসা পদ্ধতি যুক্তরাজ্যে ক্লিনিক্যালি অনুমোদিত নয়৷ সহানুভূতির জায়গা থেকে তাকে এমন চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে৷  

সিনথেটিক অ্যান্টিবডি দিয়ে চিকিৎসার ৪৫ দিনের মাথায় সুস্থ হয়ে ওঠেন তিনি৷ অর্থাৎ, অবশেষে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে তার৷ সে হিসেবে প্রথমবার আক্রান্ত হওয়ার ৩০৫ দিন পর সুস্থ হন এ ব্রিটিশ নাগরিক৷

দীর্ঘদিন যুদ্ধ করে করোনাকে জয়ের মুহূর্ত স্ত্রীকে সাথে নিয়ে শ্যাম্পেন পানের মাধ্যমে উদযাপন করেন স্মিথ৷

এদিকে দ্যা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ জানান, তার এখনো শ্বাসকষ্টের সমস্যা রয়ে গেছে৷ তবে তিনি দেশজুড়ে ভ্রমণ করেছেন, এমনকি নাতনীকে গাড়ি চালানোও শেখাচ্ছেন৷

আরআর/এসিবি (এএফপি)