অজানা স্কটল্যান্ড
২ জুন ২০১৬সেলারডাইক একেবারে নর্থ সি-র লাগোয়া৷ ষোড়শ শতাব্দীতে জেলেরা এখানে ছোট ছোট কুটির বেঁধে সেখানে তাদের মাছ ধরার জাল রাখতেন৷ পরে সেই সব কুটিরের জায়গায় বাড়ি তৈরি হয়৷ আয়ান হার্ডিং-এর বাড়িটা সেরকম একটি পুরনো স্কটিশ জেলের বাড়ি৷ চারশ বছরের পুরনো৷ ২০১০ সালে ঐতিহাসিক বাড়িটির সঙ্গে একটি আধুনিক বর্ধিত অংশ যুক্ত হয়৷ বাড়ির প্রবেশপথ একটি ছোট রাস্তায়৷
আয়ান হার্ডিং বললেন, ‘‘স্বাগতম৷ ঘুরে দেখুন, বাড়ির দরজা থেকেই সমুদ্র দেখতে পাবেন – অ্যানেক্স তৈরি করার সময় আমরা যা চেয়েছিলাম৷ সেই সঙ্গে দেখতে পাবেন যে, সামনের দরজা থেকে সোজা তীর পর্যন্ত যাওয়ার পথ আছে, যেটা আমাদের কাছে জরুরি ছিল৷ বাড়ির পুরনো অংশ, নতুন অংশ আর উপকূলের মধ্যে একটা সংযোগ রাখতে চেয়েছিলাম আমরা৷''
মাটি পর্যন্ত বড় বড় জানালা দিয়ে ঘেরা একতলা৷ বর্ধিত অংশ তৈরির ফলে বাড়ির আবাসিক এলাকা হয়ে দাঁড়িয়েছে ১৩৫ বর্গমিটার৷ এখানে ডাইনিং টেবল আর একটা বড় মাপের কিচেনের জায়গা আছে৷ কিচেনের কাপবোর্ডটা রিসাইকল করা ফরাসি ওক কাঠের৷ গ্রিপগুলো পুরনো তামার পাইপ থেকে তৈরি করা হয়েছে৷ কিচেন ছাড়া বাড়ির অধিকাংশ অংশের ডিজাইন গৃহকর্তার৷ হার্ডিং বললেন, ‘‘এটা হতো বাড়ির বাইরের দেয়াল, সাগরের দিকে মুখ করে৷ অথচ আপনি দেখছেন, আমরা এটাকে খোলা রেখেছি, কেননা আমরা এই পুরনো পাথরগুলোকে দেখাতে চেয়েছিলাম৷'' হার্ডিং জানালেন, ‘‘এখান থেকে আমরা রিল্যাক্স করার এরিয়ায় ঢুকছি৷ এটা সম্ভবত বাড়ির সবচেয়ে পুরনো অংশ৷ সুন্দর গরম; আরাম করার মতো জায়গা৷''
লিভিং রুম থেকে এই দু'শ বছরের পুরনো সিঁড়িতে পৌঁছানো যায়, যা আগে বাড়ির বাইরে ছিল৷ এখন সেটা একতলা থেকে ওপরতলায় চলে গেছে৷ এখান থেকে ছাদে যাওয়া যায়৷ ছাদটা অ্যানেক্স তৈরির সময় সৃষ্টি হয়েছে৷ এটা হার্ডিং দম্পতির প্রিয় জায়গা, ‘‘এখান থেকে দেখতে পাবেন, আমরা সাগর পেরিয়ে আইল অফ মে অবধি দেখতে পাই৷''
স্কটল্যান্ডের নর্থ সি উপকূলে যাবতীয় আধুনিক আরাম যুক্ত একটি ফিশারম্যান্স হাউস৷