অবৈধভাবে বিটলসের গান বিক্রির অর্থদন্ড সাড়ে ৯ লক্ষ ডলার!
২৯ মার্চ ২০১১এমন একটি ব্যান্ডের গান কেনার জন্য মানুষের মধ্যে সাড়া পড়বে সেটা বুঝতে পেরেই লাভের আশায় অবৈধভাবে সে পথ মাড়িয়েছিল ক্যালিফোর্নিয়ার একটি ওয়েবসাইট৷ নাম BlueBeat.com৷ ‘মিডিয়া রাইটস টেকনোলজি' নামের একটি কোম্পানি এই ওয়েবসাইটের মালিক৷
২০০৯ সালে এই ওয়েবসাইটের মাধ্যমে বিটলসের গান বিক্রি শুরু হয়৷ একেকটি গানের দাম ধরা হয় ২৫ সেন্ট৷
কিন্তু বিটলসের রেকর্ডিং কোম্পানি ইএমআই মিডিয়া রাইটস কোম্পানির বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করে দেয়৷ কিন্তু মিডিয়া রাইটস আদালতকে জানায় যে, তারা বিটলসের আসল গান বিক্রি করছেন না৷ বরং গানগুলো পুনরায় রেকর্ড করে তারা বিক্রি করছেন৷ সঙ্গে ‘সাইকো-অ্যাকুস্টিক সিম্যুলেশন' পদ্ধতি ব্যবহার করে গানগুলোতে কিছুটা নতুনত্ব আনা হয়েছে বলেও আদালতকে জানায় মিডিয়া রাইটস৷
কিন্তু বিচারক তাদের এ ধরনের কথাবার্তাকে অস্পষ্ট বলে এএমআই এর পক্ষে রায় দেয় গত ডিসেম্বরে৷ এখন শোনা যাচ্ছে শাস্তি থেকে বাঁচতে ইএমআই'কে সাড়ে নয় লক্ষ ডলার দিতে রাজি হয়েছে মিডিয়া রাইটস কোম্পানি৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আরাফাতুল ইসলাম