অস্ট্রেলিয়ার তুফান ভাসিয়ে নিয়ে গেল টাইগারদের
১১ এপ্রিল ২০১১আর ওয়াটসন ৯৬ বলে অপরাজিত ১৮৫ রান করেন৷ এর আগে ৫০ ওভারে বাংলাদেশ ২২৯ রান করে সাত উইকেটের বিনিময়ে৷ এর জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে ব্র্যাড হ্যাডিন এবং শেইন ওয়াটসনকে নিয়ে৷
মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি, এবং ৬৯ বলে সেঞ্চুরি পুরো করেন ওয়াটসন৷ ওয়ানডেতে এক ম্যাচে ১৫টি ছয় মেরে তিনি রেকর্ড করলেন৷ এর আগে ওয়েস্ট ইন্ডিজের জাভিয়ার মার্শাল ২০০৮ সালে ক্যানাডার বিপক্ষে ১২টি ওভার বাউন্ডারি হাকিয়েছিলেন৷ এছাড়া আরেকটি রেকর্ড করলেন ওয়াটসন তা হল এই প্রথম কোন অস্ট্রেলিয়ান ওয়ান-ডে'তে এক ম্যাচেই এত বেশি রান সংগ্রহ করল৷ এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন সাবেক অসি ওপেনার ম্যাথিউ হেইডেন৷ তাঁর সংগ্রহে ছিল ১৮১ রান৷
এদিকে প্রথমে টসে জিতে বাংলাদেশ ব্যাট করতে নামে৷ ৮৮ রানে পাঁচ উইকেটের পতন হয়৷ এরপর দলের হাল ধরেন উইকেট কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম৷ তিনি ৮০ বলে অপরাজিত ৮১ রান করেন৷ আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ৭৩ বলে ৫৬ রান করেন আউট হয়ে যান৷ এটা ছিল তাঁর ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি৷ দলের ক্যাপ্টেন সাকিব আউট হয়ে যান মাত্র ৯ রান করে৷ বাংলাদেশের সংগ্রহে আসে ২২৯ রান৷ উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের বর্ষসেরা ক্রিকেটার তামিম ইকবাল করেছেন মাত্র পাঁচ রান৷
ওয়ান-ডে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে বুধবার৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: রিয়াজুল ইসলাম