অ্যাকশনে হিরো আলম
৩১ ডিসেম্বর ২০১৮বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম৷ ব্যাপক কারচুপির অভিযোগ তদন্তে দুই-তিনজনকে সাথে নিয়ে নিজেই রওনা হন কেন্দ্র পরিদর্শনে৷
একটি কেন্দ্রে ঢোকার সময় দেখা যায় কয়েকজন মিলে একজনকে মারছেন৷ সে ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়াও দেন বাকিরা৷ পরে জানা যায়, পালিয়ে যাওয়া ব্যক্তিটি পোলিং এজেন্ট৷
পাশেই পুলিশ সদস্যরা থাকলেও, দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করেননি তাঁরা৷ এরপরই অ্যাকশনে যান হিরো আলম৷ নৌকার কর্মীদের মধ্যে একাই ছুটে যান৷
এসময় ভেতর থেকে তেড়ে আসেন কয়েকজন৷ ‘‘আমরা সুষ্ঠুভাবে ভোট নিচ্ছি, তুই কে'' বলে এক পর্যায়ে হিরো আলমকে চড়-ঘুষি মারতে থাকেন তারা৷
৩০ ডিসেম্বর নির্বাচনের দিন নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন আলম৷ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ২ লাখ ৩৬ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় আড়াই হাজার বার৷
মন্তব্যকারীদের অনেকেই হিরো আলমের সাহসের প্রশংসা করছেন৷ কেউ কেউ অন্য প্রার্থীদের তাঁর কাছ থেকে শিক্ষা নেয়ার পরামর্শও দিয়েছেন৷
এরপর রিটার্নিং কর্মকর্তার সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম৷ এসময় তিনি অভিযোগ করেন, কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-সেনাবাহিনী, কেউই ছিলো না৷ সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিততে পারতেন বলেও মন্তব্য করেন হিরো আলম৷
এডিকে/এপিবি