অ্যামাজনের বৃষ্টিপ্রধান অরণ্যকে বাঁচাবে কে?
দক্ষিণ অ্যামেরিকার অ্যামাজন নদীর অববাহিকায় বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান ক্রান্তিমণ্ডলীয় অরণ্য৷ ইতিমধ্যেই তার এক-পঞ্চমাংশ উধাও হয়েছে৷ সরকার এবার আরো একটি এলাকা খনিশিল্পের জন্য ছেড়ে দিয়েছেন৷
সোনার খোঁজে
ব্রাজিল সরকার অ্যামাজন বৃষ্টিপ্রধান অরণ্যের আরো একটি সুবিশাল এলাকায় গাছ কাটার অনুমতি দিয়েছেন খনিশিল্পের স্বার্থে৷ আমাপা ও পারা, উত্তরের এই দু’টি রাজ্য জুড়ে প্রায় ৪৬,০০০ বর্গকিলোমিটার বনভূমি কেটে ফেলা হবে, কেননা সেখানে মাটির নীচে সোনা, তামা, লোহা, ম্যাঙ্গানিজ ও অন্যান্য খনিজ সম্পদ আছে, বলে মনে করা হচ্ছে৷
অ্যামাজোনাস রাজ্য
ব্রাজিলের ২৬টি রাজ্যের মধ্যে বৃহত্তম রাজ্য হলো অ্যামাজোনাস৷ দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত এই রাজ্যটিতে জল আর জঙ্গল ছাড়া বিশেষ কিছু নেই৷ কিন্তু সেই জঙ্গল হলো বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান ক্রান্তিমণ্ডলীয় অরণ্য৷
জঙ্গল কাটা চলেছে
সারা বিশ্বে প্রতিবছর বৃষ্টিপ্রধান অরণ্য কমে আসছে ও সেই অনুপাতে অ্যামাজন অঞ্চলের আদিম অরণ্যানীর তাৎপর্য বাড়ছে৷ বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ধরে রাখে এই অরণ্য, বিশ্বের জলবায়ুর উপর তার প্রভাব অসীম৷ অথচ বছরের পর বছর এই বন কেটে চাষের জমি করা হচ্ছে৷
‘সংরক্ষিত’ এলাকা?
বিগত ১২ মাসে ব্রাজিলের অ্যামাজন এলাকায় প্রায় ৩,০০০ বর্গকিলোমিটার বনভূমি বিনষ্ট করা হয়েছে৷ ‘ইমাজোন’ নামের পরিবেশ প্রতিষ্ঠানটি জানাচ্ছে যে, গাছ কাটা কিছুটা কমলেও, এখনও ব্যাপক৷ এছাড়া এই অরণ্য নিধনের ২০ শতাংশের বেশি ঘটে ‘সংরক্ষিত’ এলাকায়৷
মুনাফার লোভে
কাঠ ও কাঠকয়লা বিক্রি তো আছেই; তার সঙ্গে আছে আগুন লাগিয়ে বন পুড়িয়ে সেই জমিতে সয়াবিনের চাষ, যা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়৷ এছাড়া আছে বাঁধ অথবা খনি প্রকল্পের খাতিরে অরণ্য নিধন৷
পরিণাম
২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস অবধি অ্যামাজন অরণ্যের যে ৩,০০০ বর্গকিলোমিটার এলাকা বিনষ্ট হয়েছে, সেখানে একাধিক প্রকৃতি সংরক্ষণ এলাকা ও উপজাতিদের জন্য নির্দিষ্ট জমি ছিল৷ কিন্তু পরিবেশ সংরক্ষণবাদীদের আপত্তি সত্ত্বেও এখানে গাছ কাটার অনুমতি দেওয়া হয়৷
বিপন্ন পরিবেশ
অ্যামাজন অঞ্চল উদ্ভিদ ও জীববৈচিত্র্যের বিচারে বিশ্বের সমৃদ্ধতম এলাকাগুলির মধ্যে গণ্য৷ জঙ্গল কাটার ফলে গাছ ও প্রাণীর যে সব বিরল প্রজাতি বিপন্ন, তাদের অনেকে আবিষ্কৃত হবার আগেই লোপ পেতে পারে, বলে বিজ্ঞানীদের আশঙ্কা৷ সেই সঙ্গে এই আদিম অরণ্যের আদিবাসী উপজাতিদের সহজাত সংস্কৃতিও বিলুপ্তির মুখে৷