1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএলে সাকিব, মুস্তাফিজদের কেন রাখলো না দল

২ ডিসেম্বর ২০২১

আইপিএলের মেগা নিলামের আগে মাত্র চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারতো দলগুলি। সেই বাছাইয়ের মধ্যে আছে প্রচুর চমক।

https://p.dw.com/p/43hBj
আইপিএলে নিলামের আগে সাকিবকে ধরে রাখলো না কেকেআর। ছবি: Munir Uz Zaman/AFP

সাকিব আল হাসানকে আপাতত ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। বাংলাদেশের এই দুই ক্রিকেটার গত আইপিএলে খেলেছিলেন। তা সত্ত্বেও এবার না রাখার কারণ হলো, কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে দলে রেখেছে। রাজস্থান রেখেছে সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়ালকে। রাজস্থান চাইলে মুস্তাফিজুরকে রাখতে পারত। কিন্তু তারা নিলাম থেকে প্লেয়ার তুলতে চায় বলে এখন মাত্র তিনজন প্লেয়ারকে রেখেছে।

এরপরেও সাকিব, মুস্তাফিজুর বা বাংলাদেশের অন্য ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারবেন, যদি তারা নিলামে অংশ নেন এবং কোনো টিম তাদের কিনে নেয়।  সাকিব ২০১১ থেকে আইপিএলে কলকাতা টিমে ছয়বার খেলেছেন।  কিন্তু কেকেআর রাসেল ও নারাইনকে ছাড়তে চায়নি। তাই সাকিবকে নেয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।

১৬ কোটি যারা পেলেন

আটটি দল মোট ২৭ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। তার মধ্যে তিনজন খেলোযাড় ১৬ কোটি টাকা পাচ্ছেন। তারা হলেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা, দিল্লির ঋষভ পন্থ, মুম্বইয়ের রোহিত শর্মা।

সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবার নিজে থেকেই দুই কোটি টাকা কম নিয়েছেন। তাই তিনি ১৫ কোটি টাকায় বেঙ্গালুরুতে থেকে গেছেন। তবে তিনি অধিনায়কত্ব করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।

ধোনি পেলেন ১২ কোটি

সবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের হয়ে খেলবেন। তবে তিনিও টিম ম্যানেজমেন্টকে বলে দিয়েছিলেন, দলের এক নম্বর প্লেয়ার হতে চান না। তাই রবীন্দ্র জাদেজা এক নম্বর প্লেয়ার হচ্ছেন। ধোনি পাচ্ছেন ১২ কোটি টাকা।

বিদেশিদের মধ্যে

বিদেশিদের মধ্যে কেন উইলিয়ামস ১৪ কোটি পাচ্ছেন এবং আন্দ্রে রাসেল ১২ কোটি। নারাইন পাচ্ছেন ছয় কোটি এবং জস বাটলার ১০ কোটি।  গ্লেন ম্যাক্সওয়েল পাচ্ছেন ১১ কোটি টাকা। পোলার্ড ছয় কোটি টাকা পাচ্ছেন।

অন্য ভারতীয় প্লেয়ার

ভরতীয় প্লেয়ারদের মধ্যে বুমরা পাচ্ছেন ১০ কোটি, সূর্যকুমার যাদব আট কোটি ও মহম্মদ সিরাজ সাত কোটি। সঞ্জু স্যামসন ১৪ কোটি ও যশস্বী জয়সোয়াল চার কোটি পাচ্ছেন। কে এল রাহুল সরাসরি নিলামে যেতে চেয়েছেন। তাই তাকে ধরে রাখতে পারেনি দল।

কে কোথায় থাকছেন

বেঙ্গালুরু বিরাট কোহলি, ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজকে রেখেছে। মুম্বই রেখেছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, পোলার্ড ও বুমরাকে। পাঞ্জাব মাত্র দুইজন ক্রিকেটারকে রেখেছে, মায়াঙ্ক আগরওয়াল এবং অর্শদীপ সিং।

হায়দরাবাদে থাকছেন কেন উইলিয়ামস, আব্দুল সামাদ, উমরান মালিক। চেন্নাই রেখেছে ধোনি, জাদেজা, রুতুরাজ গায়কোয়াড় এবং মইন আলিকে। দিল্লিতে থাকছেন ঋষভ পন্থ, পৃথ্বী শ, আনরিখ নোখিয়া এবং অক্ষর প্যাটেল।

কলকাতা ধরে রেখেছে রাসেল, নারাইন, ভেঙ্কটেশ ও বরুণ চক্রবর্তীকে। রাজস্থানে খেলবেন সঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জয়সওয়াল।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)