আইপ্যাড ‘জবস’ আবার ছুটিতে!
১৮ জানুয়ারি ২০১১অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমানে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবসকে বিশ্ববাসী চেনে টেকনোলজির গুরু হিসেবে৷ প্রযুক্তি ক্ষেত্রের যত নামকরা আবিষ্কার তার প্রায় সবই এসেছে অ্যাপল তথা জবসের হাত ধরে৷
তাইতো জবস কাজ থেকে সাময়িক অব্যাহতি নিচ্ছেন, এটা অনেক বড় খবর৷ যেমনটা হলো সোমবার৷ সহকর্মীদের উদ্দেশ্যে তিন প্রচ্ছদের একটি চিঠিতে তিনি তাঁর অব্যাহতির কথা সবাইকে জানান৷ তবে খুব তাড়তাড়ি কাজে ফেরার আশা করেন তিনি৷
ভাগ্য ভাল, যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির দিনে সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশ পেয়েছে৷ নাহলে শেয়ার বাজারে এর একটা নেতিবাচক প্রভাব পড়তো৷ যেটা হয়েছে ফ্রাঙ্কফুর্ট শেয়ার বাজারে৷
এদিকে জবসের শরীরের অবস্থা আসলে কেমন সেটা এখন পর্যন্ত কেউ জানাতে পারেনি৷ উল্লেখ্য, ২০০৪ সালে প্যানক্রিয়েটিক ক্যান্সার থেকে বাঁচার জন্য প্রথমবারের মত ছুটি নেন জবস৷ এরপর ২০০৯ সালে লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য একবার হাসপাতালে ভর্তি হন তিনি৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম