জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে নানা দেশে চলছে নানারকমের পরীক্ষা৷ রান্নার জন্য একসময় গাছ কেটে কাঠ পোড়ানো হতো৷ তারপর এলো গ্যাস এবং বিদ্যুৎচালিত চুলা৷ কিন্তু এতেও পরিবেশের ক্ষতি কমানো যাচ্ছিলো না৷ এবার তাই আগ্নেয়গিরির পাথর দিয়ে চুলা জ্বালানোর প্রক্রিয়া শুরু হয়েছে উগান্ডায়৷ এই ইকো স্টোভে কমেছে জ্বালানি খরচও৷