আজই চালু হবে রেল যোগাযোগ
২৪ জুন ২০১৯মেরামত কাজ শেষ হলেই, বন্ধ থাকা-ঢাকা সিলেট রেল যোগাযোগ আবারও চালু হবে৷
ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সম্ভাব্য দুটি কারণ জানিয়েছেন মোজাম্মেল হোসেন৷ ডয়চে ভেলেকে তিনি জানান, রেললাইনে ত্রুটি থাকলে কিংবা ট্রেনের বগির চাকার মাপ ঠিক না থাকলে এমন দুর্ঘটনা ঘটে থাকে৷
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান রেল সচিব৷ তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ ‘‘তদন্ত কমিটি কাজ করছে৷ আশা করি, দুই দিনের মধ্যে তারা রিপোর্ট দিতে পারবে৷''-জানান মোজাম্মেল হোসেন৷
রেল সচিব আরো জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
গতকাল রাত ১১টার পর ঢাকাগামী উপবন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়৷ খবর পেয়েই ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে উদ্ধার তৎপরতা শুরু হয় বলে জানান তিনি৷
মোজাম্মেল হোসেন বলেন, এ দুর্ঘটনায় চারজন মারা গেছেন৷ আহতের সংখ্যা ৭০৷ এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ২১/২২ জন৷ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান রেল সচিব৷
দুর্ঘটনাস্থলে খবর সংগ্রহে কাজ করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদক আর প্রতিনিধিরা৷ কথা হয় নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক সামদানী হক নাজুমের সঙ্গে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, গত রাত থেকে কয়েকটিভাগে ভাগ হয়ে, উদ্ধার তৎপরতা চালিয়েছে ফায়ার সার্ভিস৷ দুপুরের দিকে এসে, প্রাথমিক উদ্ধার তৎপরতা শেষ করেছে তারা৷
তিনি জানান, উদ্ধারকাজে শুরুতে এগিয়ে আসে স্থানীয় জনগণ৷ তার পরপরই সেখানে উপস্থিত হয়, ফায়ার সার্ভিসের ১০ ইউনিট৷ পরে আরো তিনটি ইউনিট যুক্ত হয়ে, উদ্ধারকাজে অংশ নেয় মোট ১৩টি ইউনিট৷
ঘটনাস্থল থেকে সামদানী হক আরো জানান, লাইনচ্যুত চারটি বগির মধ্যে একটি বগি খাদে পড়ে গেছে৷ আর তিনটি বগি রেল লাইনের পাশেই ছিল৷ দুর্ঘটনা কবলিত বগিগুলো সরিয়ে নিয়ে, ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত করা হচ্ছে বলেও জানান তিনি৷
হতাহতের প্রসঙ্গে ডয়চে ভেলেকে সামদানী হক জানান, ‘প্রশাসনের পক্ষ থেকে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ আমরা চারটি মরদেহ দেখতে পেয়েছি৷ এগুলোর মধ্যে, তিনটি মরদেহ শনাক্ত করে নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে৷'
এ রিপোর্ট লেখা পর্যন্ত, অপর মরদেহটি শনাক্ত করা হলেও হস্তান্তর করা হয়নি৷
লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে থাকা তিনটির বগির মধ্যে আর কোনো মরদেহ নেই বলে নিশ্চিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা৷
সামদানী হক জানিয়েছেন, আহতের সংখ্যা শতাধিক৷ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ৬৭জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে, তাঁর কাছে খবর রয়েছে৷ গুরুতর ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও সিলেটে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন সামদানী হক৷
এই গণমাধ্যমকর্মী জানান, ‘সকালে দু্র্ঘটনাস্থল ঘুরে দেখেছেন রেল সচিব মোজাম্মেল হক৷ পরে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানান রেল সচিব৷ কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে৷'
আজকের মধ্যেই রেল লাইন চালু করে ঢাকা সিলেট রেল চলাচল সচল করার ক্ষেত্রে কর্তৃপক্ষ বেশ তৎপর বলেও জানান সামদানী হক৷