1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজই চালু হবে রেল যোগাযোগ

২৪ জুন ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন আজ সন্ধ্যার মধ্যেই ঠিকঠাক করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেল সচিব মোজাম্মেল হোসেন। তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে৷

https://p.dw.com/p/3KyrL
Bangladesch Kulaura Zungunglück
ছবি: Samdani Haque Najum

মেরামত কাজ শেষ হলেই, বন্ধ থাকা-ঢাকা সিলেট রেল যোগাযোগ আবারও চালু হবে৷

ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সম্ভাব্য দুটি কারণ জানিয়েছেন মোজাম্মেল হোসেন৷ ডয়চে ভেলেকে তিনি জানান, রেললাইনে ত্রুটি থাকলে কিংবা ট্রেনের বগির চাকার মাপ ঠিক না থাকলে এমন দুর্ঘটনা ঘটে থাকে৷

রেললাইনে ত্রুটি কিংবা বগির চাকার মাপ ঠিক না থাকলে এমন দুর্ঘটনা ঘটে: মোজাম্মেল হোসেন

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ  খুঁজে বের করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান রেল সচিব৷ তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ ‘‘তদন্ত কমিটি কাজ করছে৷ আশা করি, দুই দিনের মধ্যে তারা রিপোর্ট দিতে পারবে৷''-জানান মোজাম্মেল হোসেন৷

রেল সচিব আরো জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

গতকাল রাত ১১টার পর ঢাকাগামী উপবন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়৷ খবর পেয়েই ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে উদ্ধার তৎপরতা শুরু হয় বলে জানান তিনি৷

মোজাম্মেল হোসেন বলেন, এ দুর্ঘটনায় চারজন মারা গেছেন৷ আহতের সংখ্যা ৭০৷ এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ২১/২২ জন৷ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান রেল সচিব৷

দুর্ঘটনাস্থলে খবর সংগ্রহে কাজ করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদক আর প্রতিনিধিরা৷ কথা হয় নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক সামদানী হক নাজুমের সঙ্গে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, গত রাত থেকে কয়েকটিভাগে ভাগ হয়ে, উদ্ধার তৎপরতা চালিয়েছে ফায়ার সার্ভিস৷ দুপুরের দিকে এসে, প্রাথমিক উদ্ধার তৎপরতা শেষ করেছে তারা৷

তিনি জানান, উদ্ধারকাজে শুরুতে এগিয়ে আসে স্থানীয় জনগণ৷ তার পরপরই সেখানে উপস্থিত হয়, ফায়ার সার্ভিসের ১০ ইউনিট৷ পরে আরো তিনটি ইউনিট যুক্ত হয়ে, উদ্ধারকাজে অংশ নেয় মোট ১৩টি ইউনিট৷

ঘটনাস্থল থেকে সামদানী হক আরো জানান, লাইনচ্যুত চারটি বগির মধ্যে একটি বগি খাদে পড়ে গেছে৷ আর তিনটি বগি রেল লাইনের পাশেই ছিল৷ দুর্ঘটনা কবলিত বগিগুলো সরিয়ে নিয়ে, ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত করা হচ্ছে বলেও জানান তিনি৷

চারটি মরদেহের মধ্যে তিনটি শনাক্ত করে হস্তান্তর করা হয়েছে: সামদানী হক

হতাহতের প্রসঙ্গে ডয়চে ভেলেকে সামদানী হক জানান, ‘প্রশাসনের পক্ষ থেকে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ আমরা চারটি মরদেহ দেখতে পেয়েছি৷ এগুলোর মধ্যে, তিনটি মরদেহ শনাক্ত করে নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে৷'

এ রিপোর্ট লেখা পর্যন্ত, অপর মরদেহটি শনাক্ত করা হলেও হস্তান্তর করা হয়নি৷

লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে থাকা তিনটির বগির মধ্যে আর কোনো মরদেহ নেই বলে নিশ্চিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা৷

সামদানী হক জানিয়েছেন, আহতের সংখ্যা শতাধিক৷ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ৬৭জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে, তাঁর কাছে খবর রয়েছে৷ গুরুতর ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও সিলেটে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন সামদানী হক৷

এই গণমাধ্যমকর্মী জানান, ‘সকালে দু্র্ঘটনাস্থল ঘুরে দেখেছেন রেল সচিব মোজাম্মেল হক৷ পরে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানান রেল সচিব৷ কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে৷'

আজকের মধ্যেই রেল লাইন চালু করে ঢাকা সিলেট রেল চলাচল সচল করার ক্ষেত্রে কর্তৃপক্ষ বেশ তৎপর বলেও জানান সামদানী হক৷