1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদুরে এক ভালুকছানা

Sanjiv Burman২০ মার্চ ২০১৯

বার্লিনের এক ভালুকছানা এখন ভাইরাল৷ ভিডিওতে তাকে দেখছে লক্ষ লক্ষ মানুষ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে আসছে তার খবর৷

https://p.dw.com/p/3FNzS
Eisbär Knut mit Tierpfleger Thomas Dörflein im Berliner Zoo
ছবি: Getty Images/S. Gallup

গত ফেব্রুয়ারিতে ছোট্ট একটা ভিডিও প্রকাশ করেছিল ডয়চে ভেলে৷ মায়ের সঙ্গে সদ্যোজাত এক ভালুকছানার ভিডিও৷ শ্বেত ভালুক৷ মেরু ভালুকও বলা হয় তাদের৷ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে বরফ যত গলছে, ততই সংকটে পড়ছে তাদের জীবন, দেখা দিচ্ছে বিলুপ্তির আশঙ্কা৷

জার্মানির রাজধানী বার্লিনের এক চিড়িয়াখানায় জন্ম এই মেয়ে ভালুকটির৷ চঞ্চলতা, আদুরে চেহারার জন্য বিশ্বজুড়ে তার তুমুল জনপ্রিয়তা৷ তাই আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসছে তার খবর৷ সবার মনযোগ কাড়ছে সে খবর৷ বিবিসির করা একটি ভিডিও তাই ছেয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

ভালুকশিশুটির প্রতি সবার আগ্রহের অন্য কারণও আছে৷ গবেষকরা বলছেন, এই শতাব্দির মধ্যেই বিলুপ্ত হয়ে যেতে পারে মেরু ভালুক৷ কমতে কমতে মাত্র ২৫ হাজার মেরু ভালুক টিকে আছে সারা বিশ্বে৷ বার্লিনের চিড়িয়াখানায় একটি শিশুর জন্মও তাই বড় এক সুখবর৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান