‘আপনি চরিত্রহীন’, লাইভ টক শো-তে ব্যারিস্টার মইনুল
১৮ অক্টোবর ২০১৮১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভশিনের নিয়মিত আয়োজন ‘একাত্তর জার্নাল’ সঞ্চালনায় ছিলেন মিথিলা ফারজানা৷ অতিথি হিসেবে স্টুডিওতে মাসুদা ভাট্টি এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত ছাড়াও বাইরে থেকে যুক্ত হন ব্যারিস্টার মইনুল হোসেন৷
নানা বিষয়ে আলোচনার এক পর্যায়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য বিষয়ে কথা শুরু হয়৷ এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র উল্লেখ করে মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ব্যারিস্টার মইনুল জাতীয় ঐক্যে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করছেন কিনা৷
এতেই ক্ষেপে যান ব্যারিস্টার মইনুল৷ প্রথমেই এমন প্রশ্ন করাকে ‘দুঃসাহস’ বলে মন্তব্য করেন৷ তারপর সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেও আখ্যা দেন তিনি৷
এরপর উপস্থাপক ব্যারিস্টার মইনুলকে ‘ব্যক্তিগত আক্রমণ’ না করার পরামর্শ দেন৷ জবাবে ব্যারিস্টার মইনুল পালটা পরামর্শ দেন, ‘শিক্ষিত ও ভদ্রমহিলা’ হিসেবে অন্য প্রশ্ন করার৷
শো
এরপর এ নিয়ে বাহাস চলতে থাকলে ব্যারিস্টার মইনুল ‘বিব্রত হচ্ছেন’ এবং তাঁকেই ‘ব্যক্তিগত আক্রমণ’ করা হচ্ছে বলে অভিযোগ করেন৷
মাসুদা ভাট্টি এক সময় ইসলামী ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে ব্যারিস্টার মইনুলের যোগ দেয়া এবং সেখানে তিনি ‘শিবিরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের’ কথা বলা নিয়ে প্রশ্ন তোলেন৷
এরপর এ প্রশ্নের জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, ‘‘আজকের সাংবাদিকরা কেউ বাকশাল করেন, কেউ বিএনপি করেন৷’’
এই ভিডিও সরাসরি এবং ইউটিউবে আপলোড করার পর ব্যারিস্টার মইনুলকে ব্যাপক সমালেচনার মুখে পড়তে হয়৷ তাঁকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিবৃতিও দিয়েছেন ১০১ নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মী৷
এডিকে/এসিবি