আফগানিস্তানে পুননির্বাচিত হলেন প্রেসিডেন্ট আশরাফ গনি
২২ ডিসেম্বর ২০১৯কয়েক দফা পেছানোর পর ২৮ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে আফগানিস্তানের নির্বাচন কমিশন৷ ৫০ দশমিক ছয় ভাগ মোট পেয়েছেন গনি৷ আর তার প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক পাঁচ-দুই ভাগ ভোট৷ স্বাধীন নির্বাচন কমিশনের প্রধান হাওয়া আলম নুরিস্তানি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান৷
নির্বাচনের পরই জাতীয় ঐক্যের সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ কারচুপি ও কারিগরি ত্রুটির অভিযোগ এনেছিলেন৷ এখন নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যানের করে বিবৃতি দিয়েছে তার কার্যালয়৷ এর ফলে চূড়ান্ত ফলাফল প্রকাশে আরও কয়েক সপ্তাহ বিলম্ব হতে পারে বলে মনে করা হচ্ছে৷
যদি এই ফলাফলই শেষ পর্যন্ত বজায় রাখা হয় তাহলে দ্বিতীয়বারের দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন গনি৷ এর আগে ২০১৪ সালের নির্বাচনের পরও দেশটিতে একই সংকট দেখা দেয়৷ সেবার শেষ পর্যন্ত নির্বাচনের কোনো ফলই ঘোষণা করা হয়নি৷ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তখন ক্ষমতা ভাগাভাগিতে সম্মত হন দুই প্রতিদ্বন্দ্বী গনি এবং আব্দুল্লাহ৷
এফএস/জেডএ (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)
গত ৩০ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...