আবার তালেবানের আফগানিস্তান
দীর্ঘ দুই দশক পর আফগানিস্তানের দখল আবার নিজেদের হাতে তুলে নিলো তালেবান৷ ছবিঘরে তালেবানের অতীত, বর্তমানের চিত্র৷
দুই দশক আগে...
ওপরের ছবিটি ২০০১ সালের নভেম্বর মাসের৷ আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার দূরে জাবাল উস সেরাজ শহরে তালেবান সৈন্যদের সরিয়ে দখল নিচ্ছে মার্কিন সমর্থিত বাহিনীর সদস্যরা৷
ধ্বংসের চিত্র
তালেবান বনাম মার্কিন সংঘর্ষের সময় সংবাদমাধ্যমে উঠে আসছিল আফগানিস্তানের বিভিন্ন দিক থেকে ধ্বংস আর প্রাণহানির চিত্র৷ ২০০২ সালের এই ছবিতে দেখা যাচ্ছে বোমা হামলার শিকার কাবুলের দারুল-আমান প্রাসাদ, যার বাইরে নিশ্চিন্তে খেলছে দুই আফগান কিশোর৷
শরণার্থী
আফগান যুদ্ধের ফলে ২০০০ সাল থেকে ৩৬ লাখ শরণার্থী আশ্রয় নেন ইরান ও পাকিস্তানে৷ বর্তমানে বিশ্বজুড়ে তৃতীয় বৃহত্তম শরণার্থী গোষ্ঠী এই আফগানরা৷ দুই দশক পরে আবারও যখন উত্তপ্ত আফগানিস্তান, নতুন করে আফগান শরণার্থীর ভিড় দেখা যাচ্ছে তুরস্ক, ইরান ও ইউরোপের বিভিন্ন সীমান্তে৷
আবার তালেবান
চলতি বছর মার্কিন সেনা প্রত্যাহারের পর খুব অল্প সময়েই আফগানিস্তানের দখল নিয়েছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী তালেবান৷ ছবিতে রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরের রাস্তায় বন্দুক হাতে তিন তালেবান সদস্য৷
নিহত পাঁচ
তালেবান দখল নিলেও আফগানিস্তানে এখনো শান্তি ফেরেনি৷ তালেবান কাবুলে ঢুকে পড়ার পর বিমানবন্দরে গিয়ে শত শত আফগান জোর করে বিমানে উঠে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন৷ এরই মাঝে সেখানে পাঁচ জন নিহত হওয়ার খবর এলো৷ বিমানবন্দরটির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা সোমবার সকালে জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুঁড়েছিল বলে জানা গেছে৷ তবে ওই পাঁচজন কিভাবে প্রাণ হারিয়েছেন তা এখনো জানা যায়নি৷
প্রেসিডেন্টের প্রাসাদও দখলে
রোববার দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি৷ একই দিনে কাবুলে অবস্থিত প্রেসিডেনশিয়াল প্যালেসে ঢুকে পড়ে তালেবান সদস্যরা৷ সংবাদমাধ্যমে উঠে আসে সেই চিত্র৷ তালেবানের মুখপাত্র ঘোষণা করেন, আফগান যুদ্ধ শেষ হয়েছে, এবার নতুন সরকার গঠন করা হবে৷
শহরের দখল
গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের সবকটি গুরুত্বপূর্ণ শহরেরই দখল নিয়েছে তালেবান৷ একে একে হেরাত, কান্দাহার, গজনি, কুন্দুজের মতো সব বড় শহরের নিয়ন্ত্রণই নিয়ে নেয় তারা৷
নিজদেশে বিপন্ন আফগানরা
ক্ষমতার হাতবদলের মাঝে অনেক আফগান নাগরিকই নতুন করে বিপন্ন বোধ করছেন৷ কাবুল বিমানবন্দরের ভেতরে ভিড় করেছেন হাজার হাজার জনতা৷ যে কোনো উপায়ে দেশ ছাড়তে চান তারা৷ তাদের মতে, বিশ বছর আগের বাস্তবতা আবার ফিরে আসতে পারে তাদের জীবনে৷ বেশ ঝুঁকির মধ্যে পশ্চিমা বাহিনীর সাথে সুসম্পর্ক রাখা আফগানরা৷