থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,“ আমরা জব্দ করা আলামত ও তাদের জিজ্ঞাসবাদে নিশ্চিত হয়েছি যে আসলে ওটা ছিলো নাটক। একটি অনুষ্ঠানে ডামি আগ্নেয়াস্ত্র দিয়ে উগ্রবাদীদের মতো পোশাক পরে ওই নাটক করা হয়। এর অন্য কোনো উদ্দেশ্য ছিলেনা। তবে কাজটি ঠিক হয়নি। এতে ভীতি ছড়িয়ে পড়ে এবং বিতর্কের সৃষ্টি হয়। তারা ভবিষ্যতে এইরকম আর করবেনা মুচলেকা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।”