আমরা জিততে যাচ্ছি: বাইডেন
৭ নভেম্বর ২০২০মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন৷ তবে, ভোট গণনা এখনো শেষ না হওয়ায় আশা দেখছে ট্রাম্প শিবির৷
মার্কিন নির্বাচনের পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট৷ ইলেক্টোরাল ভোটে এগিয়ে থাকা ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন অবশ্য মনে করছেন যে তিনি হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট৷
উইলমিংটনে নিজের নির্বাচনি প্রচারণা কেন্দ্রে শুক্রবার রাতে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে দেয়া এক বক্তব্যে এই মনোভাব জানান তিনি৷
বাইডেন বলেন, ‘‘সংখ্যা (ভোট) আমাদেরকে একটি স্পষ্ট নির্দেশনা দিচ্ছে৷ আমরা জিততে যাচ্ছি, যদিও নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো আমাদের কাছে আসেনি৷’’
যে রাজ্যগুলোতে তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন বক্তৃতায় সেগুলোর নামও উল্লেখ করেন বাইডেন৷
ভোটের বিষয়ে তিনি বলেন, ‘‘অ্যামেরিকান জনগণের একটি বড় অংশ আমাদেরকে কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন ও সিস্টেমেটিক বর্ণবাদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার অধিকার দিয়েছে৷’’ বক্তৃতায় সাবেক এ ভাইস প্রেসিডেন্ট সবাইকে ‘শান্ত থাকার এবং ধৈর্য্য ধরার’ আহ্বান জানান৷
এদিকে, বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বাইডেনের বক্তব্যের আগেই দাবি করেছেন যে তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট অফিসের ভার পেয়েছেন বলে অন্যায্যভাবে দাবি করছেন৷ ‘‘এই দাবি আমিও করতে পারি,’’ বলেন তিনি৷
বেশ কয়েকটি ভোটকেন্দ্রের বাইরে প্রতিবাদও করতে দেখা গেছে ডনাল্ড ট্রাম্প সমর্থকদের৷ তাদের কারো কারো হাতে রাইফেল ও হ্যান্ডগান দেখা গেছে৷ এরিজোনার ফোনিক্স নির্বাচনি কেন্দ্রের সামনে একদল বিক্ষোভকারীকে অবস্থান নিতে দেখা গেছে৷ কেন্দ্রটিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে৷ ডনাল্ড ট্রাম্পকে আবারো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান দাবি জানিয়ে নির্বাচনকর্মীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন কিছু বিক্ষোভকারী৷
দেশটির জর্জিয়া, নাভাডা, প্যানসালভেনিয়া ও আরিজোনা রাজ্যে এখনো ভোট গ্রহণ চলছে৷
সংবাদসংস্থা এপির প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট৷ অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি৷
আরআর/এআই (এপি, এএফপি, রয়টার্স)