1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমি জানি না এর ক্যাসিনো অধ্যায়

খালেদ মুহিউদ্দীন
১৯ সেপ্টেম্বর ২০১৯

আপনি যে ক্লাবের সভাপতি সেখানে জুয়া খেলা হয় তা আপনি জানতেন না বলে কী বুঝাতে চাইলেন জনাব রাশেদ খান মেনন? ক্লাবটিতে আপনি একবারের বেশি যান নাই মানে কী? তাহলে আপনি সেই ক্লাবের সভাপতি কেন হয়েছিলেন, কেন থেকে গেলেন?

https://p.dw.com/p/3PsKj
Omar Faruk Chowdhury Porträt
ওমর ফারুক চৌধুরীছবি: Palash Sikder

যুবলীগের বিভিন্ন সদস্যরা যে ক্যাসিনো খুলেছেন, আইন-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে টাকা কামাচ্ছেন, বুধবারের আগ পর্যন্ত আপনি তা জানতেন না বলে কী বুঝাতে চাইলেন জনাব ওমর ফারুক চৌধুরী? যুবলীগের কাজ সম্পর্কে আপনি কী জানেন? কী করে যুবলীগ? কেন করে?

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

কে কোথায় কার সঙ্গে কী করছে বা কী বলছে এমনকি কার মনে কী আছে প্রিয় গোয়েন্দা বাহিনী, বিশেষ বাহিনী আপনারা তা সবই জানেন৷ শুধু জানেন না শহরের মাঝখানে বসে চালানো হচ্ছে ক্যাসিনো, তাই না? দুষ্টু লোকেরা বলছেন এই না জানার জন্য অনেক ক্লেশ সহ্য করতে হয়েছে আপনাদের, অনেক ময়লা ঘাটতে হয়েছে; সেইসব হাতের ময়লা দেশ-বিদেশের ব্যাংকেও নাকি জমা হয়েছে৷

সাংবাদিক বন্ধুরা, আপনারা এইসব ক্যাসিনো সম্পর্কে জানতেন? জেনেও রিপোর্ট করেননি, নাকি করতে পারেননি? দুই ক্ষেত্রেই পেশাটি সম্পর্কে নতুন ভাবনার দরকার আছে বলে মনে করছেন অনেকে৷ আপনারা কী মনে করেন?

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন জ্যেষ্ঠ সাংবাদিক ও টিভি উপস্থাপক৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান।
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য